লালমাইয়ে স্বাস্থবিধি মেনে নতুন বই বিতরণ
Published : Sunday, 2 January, 2022 at 12:00 AM
প্রদীপ মজুমদার:করোনা মহামারীর কারণে স্বাস্থবিধি মেনে কুমিল্লার লালমাইয়ে মাধ্যমিক, প্রাথমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
গতকাল শনিবার ১লা জানুয়ারি সকালে উপজেলার বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনেই আনুষ্ঠানিকভাবে নতুন বই তুলে দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহানারা খানম ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: কামাল হোসেন। তবে করোনার কারনে স্বাস্থবিধি মেনে ১২দিন ধরে এই বই বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হবে।
এবারের শিক্ষাবর্ষে দেশব্যাপী ৪ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মাঝে ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হবে। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে পাঠ্যপুস্তক ও ৫টি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় মুদ্রিত পাঠ্যপুস্তকও রয়েছে। তবে, এ বছরের প্রথমদিনে সব শিক্ষার্থীকে বই দেওয়া সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে নতুন বই পাবে শিক্ষার্থীরা।
২০১২ সাল থেকে বর্তমান সরকার আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। এই কার্যক্রমের ধারাবাহিকতায় সারাদেশে একযোগে বছরের প্রথম দিন ১ জানুয়ারি শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট দফতরসমূহের কর্মকর্তা-কর্মচারির উপস্থিতিতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বই বিতরণ উদযাপিত হয়ে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ২০২১ সালে বই উৎসবকে কেন্দ্র করে বর্ণিলভাবে সাজানো হলেও বিশ্বব্যাপী করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সেটি সম্ভব হয়নি।
এছাড়া উপজেলার হরিশ্চর হাই স্কুল এন্ড কলেজ সহ সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে কোমলমতি শিশুদের উচ্ছ্বসিত দেখা যায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল হক মুন্সী প্রমুখ ।