ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে এতিম শিশুদের মাঝে বই, ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ
Published : Sunday, 2 January, 2022 at 12:00 AM
 শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে গোবিন্দপুর বুটিয়াকান্দি হিফজুল কুরআন মাদরাসা আজিজিয়া এতিমখানায় নতুন বছরের এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে বই, ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে মাদরাসার মিলনায়তনে বই, ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো.আরিফুর রহমান। একই অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ  আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সৌজন্যে প্রায় ৩০০এতিম শিশুর মাঝে কম্বলও বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি।
বিতরণ অনুষ্ঠানে ওসি মো.আরিফুর রহমান বলেন, নতুন বছরের শুরুর দিন করোনা মহামারীর জন্য এবার বই উৎসব না হলেও নতুন বই বিতরণ হয়েছে সারাদেশে। বৃহস্পতিবার এসএসসি ও সমমানের ফলাফল ঘোষণার দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রম শুরু করেছেন। এরই ধারাবাহিকতায়  এ মাদরাসায় এতিম শিশুদের মাঝে নতুন বই , ব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
পীরে কামেল আলহাজ্ব মাওলানা মো. ছলিমমুল্লাহ পীর সাহেবের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মো.আলহাজ্ব মো. আবু তাহের রওশন, কোম্পানীগঞ্জ আল আরাফাহ ইসলামি ব্যাংকের এ.ভি.পি ব্যবস্থাপক  মো. নেয়ামত উল্লাহ,  খুরুইল আলিম মাদরসার সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মো. আলমগীর কবীর, মাদরাসারা মুহতামি মাও. মো. এমদাদুল হক, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহীন আলম প্রমুখ।