ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিনয় সাহিত্য সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গ্রন্থ প্রকাশনা উৎসব ও সম্মাননা পদক প্রদান
Published : Sunday, 2 January, 2022 at 12:00 AM, Update: 02.01.2022 12:52:19 AM
বিনয় সাহিত্য সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গ্রন্থ প্রকাশনা উৎসব ও সম্মাননা পদক প্রদানকুমিল্লার ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন-বিনয় সহিত্য সংসদের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে গ্রন্থ প্রকাশনা উৎসব, আপন ২৬তম সংখ্যার মোড়ক উন্মোচন ও বিনয় সম্মাননা পদক-২০২১ প্রদান অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক ড. মো. নিজামুল করিম। তিনি আপন ২৬তম সংখ্যার মোড়ক উন্মোচন করেন এবং বিনয় সম্মাননা পদক-২০২১ প্রদান করেন। তিনি বলেন, বিনয় সাহিত্য সংসদ কুমিল্লার আঞ্চলিক ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে অনন্য অবদান রাখছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামান।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন এইচএসটিটিআই এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ মেহেদী হাসান। তিনি আপন ২৬তম সংখ্যার উপর বিশ্লেষণধর্মী আলোচনা করেন।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা মামুন সিদ্দিকী। তিনি বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবীর মজুমদার স্মারকগ্রন্থ ‘চিরভাস্বর হে অগ্রপথিক’ গ্রন্থের উপর আলোচনা করেন। মুক্তিযুদ্ধ ও সামাজিক বিভিন্ন ক্ষেত্রে হুমায়ূন কবীর মজুমদারের অবদানের কথা তুলে ধরেন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেইলি স্টার-এর সহ-সম্পাদক ইমরান মাহফুজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনয় সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ।¬
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল মমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের উপ পরিচালক রোকসানা ফেরদৌস মজুমদার, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুমিল্লা জেলা শাখার সভাপতি ও আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল ও উদীচী শিল্পী গোষ্ঠী কুমিল্লা জেলা সংসদের সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদ।
বিনয় সম্মাননা পদক-২০২১ এ ভূষিত এহতেশাম হায়দার চৌধুরী অসুস্থ থাকায় তাঁর পক্ষে পদক গ্রহণ করেন বিনয় সাহিত্য সংসদের সদস্য ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি।
বিনয় সংগীত প্রতিযোগিতায় বিজয়ী নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী তাহসিনা রহমান হাফসাকে সম্মাননা সনদ ও পুরষ্কার প্রদান করেন প্রধান অতিথি ড. মোঃ নিজামুল করিম। হাফসাকে উত্তীয় পরিয়ে দেন বিনয় সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ। কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী বদরুল হুদা জেনু।
বিনয় সাহিত্য সংসদের সহ-সভাপতি অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বিশেষ অতিথি ড. মোঃ আসাদুজ্জামান।
সংগীত পরিবেশন করেন প্রবীণ সংগীত শিল্পী প্রেমাশীষ চৌধুরী, খিজির হায়াত খান ও বিনয় সংগীত পুরস্কার প্রাপ্ত তাহসিন রহমান হাফসা। তবলায় সংগত করেন বিশিষ্ট তবলচী অভিজিৎ সিন্হা মিঠু।
আগুনের পরশমনি জ্বালাও প্রাণে ... শীর্ষক রবীন্দ্র সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। সূচনা সঙ্গীত পরিবেশন করেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। এরপর অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান বিনয় সাহিত্য সংসদের সদস্য জমির উদ্দিন খান জম্পি, সাংবাদিক মাহবুব আলম বাবু ও চঞ্চল চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীন রনী।