Published : Sunday, 2 January, 2022 at 12:00 AM, Update: 02.01.2022 12:52:28 AM
রণবীর ঘোষ কিংকর।
ঘনিয়ে আসছে চান্দিনা উপজেলার ১২ ইউনিয়নের নির্বাচন। প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত অবধি চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা।
প্রচারণার ক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধির ধারে কাছেও নেই অনেক প্রার্থী ও সমর্থকরা। অধিকাংশ ইউনিয়নেই চলছে আচরণ বিধি ভাঙ্গণের প্রবণতা। প্রশাসনিক ভাবে কার্যত তেমন কোন ভূমিকা না থাকায় যে যেভাবে পারছে চালিয়ে যাচ্ছে তাদের প্রচার-প্রচারণা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, শুক্রবার শুহিলপুর ইউনিয়নে নৌকা প্রতীক প্রার্থী ইমাম হোসেন সরকারের মিছিল করেছে নেতা-কর্মী ও সমর্থকরা। বাতাঘাসী ইউনিয়নে জীবন্ত ঘোড়া এনে নিজের প্রতীকের প্রচারণা করছেন স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন। অধিকাংশ ইউনিয়নে বিশাল আকার নৌকা তৈরি করে আলোক সজ্জায় পানিতে ভাসাচ্ছেন, আবার কোথাও ডাঙ্গায়। দেয়াল ও বিভিন্ন যানবাহনে পোস্টার সাঁটানো যেন অভ্যাসে পরিণত হয়েছে। প্রচারণায় দুই মাইকও ব্যবহার হচ্ছে বিভিন্ন স্থানে। রাত ৮টা গড়িয়ে গেলে তাতেও কর্ণপাত নেই।
এর আগে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে চান্দিনার গল্লাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারন ওয়ার্ড মেম্বার প্রার্থী ইসমাইল হোসেন ৫টি মোটরসাইকেল, ১২টি পিকআপ, ৫টি ইজি বাইক নিয়ে প্রচারণায় মিছিল করতে দেখা গেছে। এসময় তিনি মিছিলের সামনে মোটরসাইকেলের পিছনে বসে হাত নেড়ে নিজের প্রার্থীতা জানান দিচ্ছিলেন।
এ ব্যাপারে তিনি জানান, ‘এলাকার পোলাপান মিছিল দিছে, মিছিল করলাম আরকি’। আচরণ বিধি সম্পর্কে জানতে চাইলে তিনি অনেকটা আশ্চার্য হয়ে বলেন, ‘মিছিল দেওন যাইতো না? আমি তো ওইডা জানি না’।
আচরণ বিধি লঙ্ঘনের বিষয়টি জানতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার জানান, আসলে আমরা যখন বের হই তখন সবাই সতর্ক হয়ে যায়। আর আমি ওসি সাহেবকে বলেছি অভিযান চালিয়ে গাড়িগুলো আটক করতে। আমি ব্যবস্থা নিব।