গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল একটি ভিডিও। যেখানে দেখা গেছে, স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর সঙ্গে গানের তালে আপন মনে নাচছেন সাতবারের ব্যালন ডি অর জয়ী ফুটবলার লিওনেল মেসি। বড়দিনের ছুটি এভাবেই উপভোগ করেছেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার।
মেসিকে খোশ মেজাজে দেখে ভক্ত-সমর্থকরাও ছিলেন দারুণ খুশি। কিন্তু পুরো পরিস্থিতি বদলে গেছে রোববার সন্ধ্যার পর থেকে। প্যারিস সেইন্ট জার্মেইর পক্ষ থেকে জানানো হয়েছে, করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন মেসিসহ ক্লাবের চারজন ফুটবলার।
এরপর থেকেই ভক্ত-সমর্থকরা দায় দিচ্ছেন, সেই পার্টিকে, যেখানে গিয়ে সবার সঙ্গে নেচেছেন মেসি। শুধু তাই নয়, সেই পার্টিতে মেসিকে নাচানোর জন্য গান বাজানো ডিজে ফার পালাসিওকে খুনী বলেও উল্লেখ করছেন অনেকে। এর পরিমাণ এতোই বেশি যে, রীতিমতো কোভিড টেস্টের প্রমাণ দিয়ে নিজেকে নির্দোষ দাবী করেছেন পালাসিও।
নতুন বছরের পার্টিতে মেসির সঙ্গে ছবি তুলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আপলোড করেছিলেন পালাসিও। সেই ছবির মন্তব্যের ঘরে পালাসিওকেই মেসির করোনা আক্রান্ত হওয়ার পেছনে দায়ী করা হয়। কেননা সেই পার্টিতে পালাসিওর বাজানো গানেই নেচেছিলেন মেসি।
তাই নিজেকে নির্দোষ দাবী করতে করোনা নেগেটিভ সার্টিফিকেটও আপলোড করেছেন পালাসিও। সেখানে তিনি লিখেছেন, ‘মেসি কোভিড পজিটিভ শনাক্ত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় আমি অনেক বার্তা পাচ্ছি এবং ট্রেন্ডিং হয়ে গেছি। মানুষ বলছে আমিই মেসিকে করোনাভাইরাস দিয়েছি।’
পালাসিও আরও লিখেছেন, ‘মানুষ এতো দূর চলে গেছে যে, তারা আমাকে খুনী বলতে শুরু করেছে। উরুগুয়ে যেতে হবে দেখে গতকাল আমিও কোভিড টেস্ট করিয়েছি এবং আমার কোনো করোনা হয়নি। আমি আপনাদের সেটিই দেখাচ্ছি।’
এর আগে মেসির সঙ্গে তোলা ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘আমি আমার সবচেয়ে সেরা নাচটি আজকে নাচালাম। আমাকে আমন্ত্রণ জানানোয় মেসির পুরো পরিবারকে ধন্যবাদ।’