ঢাকার ধামরাইয়ে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ঘরে ঢুকে পড়ে। এতে চালকসহ অটোরিকশা ও বাসের অন্তত ৪০ যাত্রী আহত হন। এদের মধ্যে অন্তত ১৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাক-কাওয়ালীপাড়া-মির্জাপুর আঞ্চলিক মহাসড়কের বড়হিস্যা জালসা ইব্রাহিমিয়া দারুল উলুম মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে সাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে জনসেবা পরিবহণের একটি বাস ও সিরাজগঞ্জ জেলার চৌহালী থেকে ৪ জন যাত্রী নিয়ে একটি অটোরিকশা কালামপুর যাচ্ছিল। পধিমধ্যে বড়হিস্যা জালসা ইব্রাহিমিয়া দারুল উলুম মাদ্রাসার কাছে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে আনোয়ার হোসেনের বাড়ির একটি ঘরের ভেতর ঢুকে যায়। বাড়ির লোকজন দ্রুত ঘর থেকে দৌড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ায় দুর্ঘটনার কবল থেকে তারা বেঁচে যান। তবে বাস ও অটোরিকশার ৪০ জন যাত্রী আহত হন। স্থানীয় উদ্ধার কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেছেন। অটোরিকশার ওই ৪ যাত্রীসহ ১৩ জন যাত্রীর অবস্থা গুরুতর বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই পরিদর্শক মো. মজিবর রহমান বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে ছুটে যাই। এরপর স্থানীয় লোকজনের সহায়তার আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করি। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।