ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় কাউন্সিলর কাপ ১০ জানুয়ারি ১৬ টি দলের ৪ গ্রুপে ড্রাফটিং সম্পন্ন
Published : Tuesday, 4 January, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে আলোচিত কুমিল্লায় আয়োজিত কাউন্সিলর কাপ টি-টোয়েন্টির দ্বিতীয় আসর মাঠে গড়াবে আগামী ১০ জানুয়ারি। তবে বরাবরের মত এই আসরের জমকালে উদ্বোধন হবে ৮ জানুয়ারি কুমিল্লা টাউন হলে। এর আগেই ৭ জানুয়ারি টুর্নামেন্টের ফিকশ্চার প্রকাশ করা হবে। এবারের আাসরের সম্ভাব্য ১৬ টি দলকে নিয়ে ৪ গ্রুপে খেলার প্রথম ধাপ হবে লীগ পর্যায়ে। এর পরেই সেমিফাইনাল এবং ফাইনাল। এই আসরের সবচেয়ে বড় আকর্ষণ চ্যাম্পিয়ণ দল পাবে এক্সিও প্রাইভেট কার এবং রানার্স আপের জন্য থাকবে পাঁচ লক্ষ টাকার প্রাইজমানি। কুমিল্লা জেলা ক্রিকেট কমিটি করছে এই পুরো আয়োজন। সোমবার সন্ধ্যায় কুমিল্লা ভাষা মৈসনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় টীম ড্রাফটিং। পরে এ উপলক্ষ্যে আয়োজিত এক সভায় জানানো হয় এবারের টুর্নামেন্টে ১নং ওয়ার্ড থেকে খেলবে ইলেভেন ফাইটার্স নাম্বার ওয়ান(এলাকাবাসীর পক্ষে), ২ নং ওয়ার্ডে ছোটরা কিংস ষ্টার, ৩ নং ওয়ার্ডে ওয়েলফেয়ার ইউনাইটেড, ৪নং ওয়ার্ডে রয়েল অব গোমতি, ৫নং ওয়ার্ডে মোগল কিংস, ৮নং ওয়ার্ডে সানরাইজার্স,  ১০ নং ওয়ার্ডে গ্লেডিয়েটর্স অব টেন, ১১নং ওয়ার্ডে মুন্সেফবাড়ি বয়েস ক্লাব, ১২নং ওয়ার্ডে এনসিসি কিংস,  ১৮ নং ওয়ার্ডে সুপার কিংস এইটিন, ২১ নং ওয়ার্ডে হেভেন টুয়েন্টি ওয়ান, ২২নং ওয়ার্ডে সাউথ ইন, ২৭ নং ওয়ার্ডে পাইলট ক্লাব টুয়েন্টি সেভের, ৯নং ওয়ার্ডে বাগিচাগাঁও নাইন ইলেভেন(এলাকাবাসীর পক্ষে), ১৭ নং ওয়ার্ডে সেভেনটির ওয়ারিয়র্স (এলাকাবাসীর পক্ষে)। এছাড়া ১৬ নম্বর দলটি এখনো চুড়ান্ত হবার অপেক্ষায়।  
এদিকে ড্্রাফটে আসা চার গ্রুপের দল গুলো হলো- এ গ্রুপে: বাঁগিচাগাও নাইন ইলেভেন, হেভেন টুয়েন্টি ওয়ান, ইলেভেন ফাইটার্স নাম্বার ওয়ান, পাইলট ক্লাব টুয়েন্টিওয়ান। বি গ্রুপে: মুন্সেফবাড়ি বয়েস ক্লাব, সুপার কিংস এইটিন, রয়েল অব গোমতি, সানরাইজার্স। সি গ্রুপে: সেভেনটিন ওয়ারিয়র্স, মোগল কিংস, ওয়েলফেয়ার ইউনাইটেড, ছোটরা কিংস স্টার। এবং ডি গ্রুপে: গ্লেডিয়েটর্স অব টেন, সাউথ ইন, এনসিসি কিংস এবং সম্ভাব্য ১৬ তম দল।