ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মাসুদ কামাল বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান নিযুক্ত
Published : Tuesday, 4 January, 2022 at 12:00 AM, Update: 04.01.2022 12:26:57 AM
মাসুদ কামাল বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান নিযুক্ত১ জানুয়ারি মাসুদ কামাল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। ইতোপূর্বে তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (ভৌত বিজ্ঞান) হিসাবে দায়িত্ব পালন করেন। জনাব মাসুদ কামাল জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান থেকে এম.এস.সি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়, ঢাকা থেকে এমফিল ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৮৯ সনে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চাকুরীতে যোগদান করেন। চাকুরী জীবনে তিনি দীর্ঘ সময় তেজস্ক্রিয়তা পরীক্ষণ এবং মনিটরিং গবেষণাগার, চট্টগ্রাম এবং পরমাণু শক্তি কেন্দ্র, চট্টগ্রামের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনাব মাসুদ কামাল স্বাস্থ্য পদার্থবিজ্ঞান, এনভায়ারনমেন্টাল রেডিয়েশন মনিটরিং এবং গামা স্পেক্ট্রোমেট্টি বিষয়ে একজন বিশেষজ্ঞ। তিনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর বিভিন্ন গবেষণা প্রকল্পে বাংলাদেশ ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানেও একাধিক আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের সাথে যুক্ত আছেন। তিনি রূপপুর পারমানবিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজের সাথে সরাসরি সম্পৃক্ত। দেশী ও বিদেশী জার্ণালে এ পর্যন্ত তাঁর উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার শিবপুর গ্রামের অধিবাসী। উল্লেখ্য জনাব মাসুদ কামাল কুমিল্লা জিলা স্কুল এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের একজন প্রাক্তন কৃতি ছাত্র। তিনি কুমিল্লা জিলা স্কুল থেকে ১৯৭৯ সালের এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ১৯তম স্থান অধিকার করেন। ১৯৮১ সালে তিনি কৃতিত্বের সাথে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ব্যক্তিগত জীবনে জনাব মাসুদ কামাল বিবাহিত এবং স্ত্রী ও দুই পুত্র সন্তান নিয়ে সুখী জীবন যাপন করছেন।
কুমিল্লা জিলা স্কুল এ্যালামনাই ফোরাম-৭৩ এর পক্ষে ড. শাহ্ মোঃ সেলিম ও আব্দুল কুদ্দুছ তাকে অভিনন্দন জানিয়েছেন।