ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে ফুটওভার ব্রিজের ডেকিং ভেঙ্গে পথচারী আহত
Published : Tuesday, 4 January, 2022 at 12:00 AM, Update: 04.01.2022 12:27:05 AM
দাউদকান্দিতে ফুটওভার ব্রিজের ডেকিং ভেঙ্গে পথচারী আহতআলমগীর হোসেন,দাউদকান্দি।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডের ফুটওভার ব্রিজের একটি ডেকিং এর দুটি নাট ভেঙ্গে এক পথচারী আহত হয়েছে। সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৪ টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটওভার ব্রিজ দিয়ে এক পথচারী যাওয়ার সময় হঠাৎ ডেকিং এর দুইটি নাট ভেঙ্গে পা আটকে বেশ আঘাতপ্রাপ্ত হন তিনি ।এসময় স্থানীয়রা ওই পথচারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরে যান।
স্থানীয়রা জানান, ফুটওভার ব্রিজটির ডেকিং এবং নাটগুলো জং ধরে বেশ ঝুঁকিপূর্ণ হয়ে আছে। দ্রুত সমাধান করা না হলে আরো বড় ধরনের দূর্ঘটনা ঘটনার সম্ভবনা রয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল হক জানান, ফুটওভার ব্রীজে পথচারীরা যাতে পুনরায় কোন দূর্ঘটনার কবলে না পরেন দিকে বিশেষ নজর রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান বলেন, ফুটওভার ব্রিজের ডেকিং এর নাট ভেঙ্গে গেছে সংবাদ-মাধ্যম কর্মীদের কাছ থেকে জেনেছি। এব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করা হয়েছে। মঙ্গলবার সকালেই এর সমাধান হয়ে যাবে।
এদিকে নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সদস্য সচিব আলমগীর হোসেন এর নেতৃত্বে নিসচা’র সদস্যরা প্রাথমিক ভাবে দূর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রীজের সিড়ির এক পাশ বাঁশ ও গাছের ঢালাপালা দিয়ে বন্ধ রেখে এবং লাল কাপড় টানিয়ে পথচারীদের সতর্ক করেন।