Published : Tuesday, 4 January, 2022 at 12:00 AM, Update: 04.01.2022 12:27:10 AM
গতকাল
৩ জানুয়ারি এলজিইডি প্রকৌশলীদের জন্য আয়োজিত ১৪৫ তম বিশেষ বুনিয়াদি
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি থেকে ৩ মার্চ
মেয়াদি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি, কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুশান্ত
কুমার পাল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব বার্ডের
মহাপরিচালক মোঃ শাহজাহান। আরো উপস্থিত ছিলেন এলজিইডি, কুমিল্লার নির্বাহী
প্রকৌশলী মীর্জা মোঃ ইফতেখার আলী।
সুশান্ত কুমার পাল কুমিল্লা
বার্ডকে এলজিইডি এর সূতিকাগার উল্লেখ করে এই ধরণের প্রশিক্ষণ আয়োজনে সহায়তা
করায় বার্ডের মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সভাপতি তাঁর
বক্তৃতায় বলেন, দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের কোন বিকল্প নেই এবং এই
বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ সরকারী নিয়ম-কানুন,
আইন, সময়ানুবর্তিতা, শৃঙ্খলাবোধ এবং প্রশাসনিক শিষ্ঠাচার বিষয়ে ধারণা লাভ
করতে পারে। সেবা প্রদানের ক্ষেত্রে তিনি প্রশিক্ষণার্থীদের সেবা গ্রহীতার
আসনে বসিয়ে সেবা প্রদানের বিষয়ে পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে আরও
উপস্থিত ছিলেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) জনাব মোহাম্মদ আবদুল কাদের,
কোর্সের কোর্স পরিচালক জনাব মোঃ আব্দুল মান্নান, যুগ্ম পরিচালক (পল্লী
অর্থনীতি), কোর্স সমন্বয়ক জনাব আফরীন খান, যুগ্ম পরিচালক (প্রশিক্ষণ),
সহকারী কোর্স পরিচালক জনাব মোঃ আশিক সরকার লিফাত, সহকারী পরিচালক,বার্ড।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বার্ডের অনুষদবৃন্দসহ প্রশিক্ষণ
কোর্সে অংশগ্রহণকারী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ৪০ জন
প্রকৌশলী।