ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
উত্তর কলম্বিয়ায় সশস্ত্র সংঘর্ষে নিহত অন্তত ২৩
Published : Tuesday, 4 January, 2022 at 11:56 AM
উত্তর কলম্বিয়ায় সশস্ত্র সংঘর্ষে নিহত অন্তত ২৩দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার আরাউকা প্রদেশে দু’টি সশস্ত্র গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। দেশটির অ্যাটর্নি জেনারেল অফিসের মুখপাত্র পাওলা তোভার সংবাদ মাধ্যম সিএনএন-কে এই তথ্য জানিয়েছে।

তিনি জানান, দেশটির উত্তরাঞ্চলের আরাউকা এলাকায় সংঘর্ষে আমরা প্রাথমিক ভাবে ২৩ জনের নিহত হওয়ার কথা জানতে পেরেছি। আমরা এই পরিসংখ্যান নিয়ে আপাতত কাজ করছি। তবে এই তথ্য এখনও পরিষ্কার নয়। যে এলাকায় সংঘর্ষ হয়েছে সেখানে প্রবেশ করা খুব কঠিন।

খবরে বলা হয়েছে, ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) এবং রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক)-র ভিন্নমতাবলম্বী সদস্যরা গত রবিবার থেকে আরাউকা প্রদেশে একে অপরের সঙ্গে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। রক্তক্ষয়ী এই সংঘর্ষেই এ পর্যন্ত ২৩ জনের প্রাণহানি হয়েছে।
আরাউকা প্রদেশটি পার্শ্ববর্তী দেশ ভেনেজুয়েলার সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত এবং ইএলএন সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়া ফার্কের ভিন্নমতাবলম্বী সদস্যরা ২০১৬ সালে দেশটিতে স্বাক্ষরিত শান্তিচুক্তির বিরোধী।