ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাগমারা উত্তর ইউনিয়ন বিরোধ ও মামলা নিরসনে পথ দেখাচ্ছে গ্রাম আদালত
Published : Tuesday, 11 January, 2022 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
গ্রামীণ জনপদের সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখছে গ্রাম আদালত। ছোট ছোট দেওয়ানি ও ফৌজদারি বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তি করার জন্য ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত চালু করে সরকার। যার সুফল পাচ্ছে সাধারণ মানুষ। উচ্চ আদালতে মামলার জট নিরসন এবং অল্প সময়ে স্বল্প খরচে গ্রামীণ জনগোষ্ঠীকে বিচার প্রাপ্তিতে সুবিধা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়। সুফলও মিলেছে সরকারি এ উদ্যোগের। দেশের উচ্চ আদালত গুলোতে যেখানে মামলার জট বেড়েই চলেছে সেখানে প্রায় শতভাগ মামলা নিষ্পত্তির মাধ্যমে মামলার জট নিরসনে পথ দেখাচ্ছে গ্রাম আদালত।
তারই ধারাবাহিকতায় রবিবার কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নে গ্রাম আদালত পরিচালিত হয়। আদালতে গত ৪ বছরে মামলা নিষ্পত্তি হয়েছে প্রায় ৯৬ ভাগ।
উপকারভোগীরা বলেন, গ্রামের সমস্যা যেমন বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, যৌতুক নির্মূল এবং জায়গা সম্পত্তি সমস্যা সমাধানে গ্রাম্য আদালত বিশেষ ভূমিকা রাখছে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালতকে আরও শক্তিশালী করার তাগিদ দেন তারা। পাশাপাশি উপস্থিত সকলে বিচার ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন।
বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম কুমিল্লার কাগজকে জানান, গ্রাম আদালতে গরিব ও অসহায় মানুষ স্বল্প সময়ে অল্প খরচে ন্যায়বিচার পাচ্ছে। ইউনিয়নে (২০) গ্রাম আদালত কার্যক্রমকে শক্তিশালী, গতিশীল ও কার্যকর করার জন্য স্থানীয় সরকার এর পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সরকারের একটি অন্যতম অঙ্গীকার। তাই ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের সুনাম ও কার্যকারিতা বৃদ্ধিতে উপজেলা প্রশাসন সার্বিকভাবে কাজ করে যাচ্ছে। তবে গ্রাম আদালতের মাধ্যমে তৃণমূল পর্যন্ত বিচারিক সেবা পৌঁছে দিতে, স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকল স্টেকহোল্ডারদেরকে বিশেষ করে ইউনিয়ন পরিষদসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে পরিচালিত হয় গ্রাম আদালত।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদসমূহ এই আইনের আওতায় নিয়মিত গ্রাম আদালত পরিচালনা করলে এ সংক্রান্ত অভিযোগ গুলো থানায় বা জেলা আদালতে দায়ের করার প্রয়োজন হবে না। এতে দেশের বিচারিক আদালতগুলোর মামলার জট অনেকাংশে হ্রাস পাবে।
এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এ টি এম সামছুল হক, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সামছুল হক মুন্সী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বিল্লাল হোসেন প্রমুখ।