ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লাকসাম ফেইস ইন্টারন্যাশনাল স্কুলের ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
Published : Tuesday, 11 January, 2022 at 12:00 AM
গতকাল ১০ জানুয়ারি লাকসাম ফেইস ইন্টার ন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লাকসাম পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের উত্তর পাশে আর,বি ভবনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আমিরুল মোমিনিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা। বিশেষ অতিথি মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যাপক সফিকুর রহমান জুয়েল, নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, লাকসাম পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আজিজ। অতিথিবৃন্দ শিক্ষক, অভিভাবক এবং ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মোনাজাত শেষে প্রধান অতিথি ছাত্র ছাত্রীদের নিয়ে কেক কেটে ১৩তম বর্ষপূর্তি পালন করেন।