বুড়িচংয়ে চেয়ারম্যান ও মেম্বারপ্রার্থীদের নিয়ে থানা পুলিশের মতবিনিময় সভা
Published : Tuesday, 11 January, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।।
কুমিল্লার বুড়িচং পুলিশের বিট কর্মকর্তাদের বাস্তবায়নে চেয়ারম্যান ও মেম্বারপ্রার্থীদের নিয়ে চলমান থানা পুলিশের মতবিনিময় সভার অংশ হিসেবে গতকাল ৯ জানুয়ারি বুড়িচং ৩নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারপ্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা কালী নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বুড়িচং থানার ওসি (তদন্ত) মো. মাকসুদ আলম। বিট কর্মকর্তা এসআই আবদুল আজিজ ও এসআই বিনোদদস্তীদার ও এসআই শরীফুল আলমের সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ময়নাল হোসেন।
চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জি. জয়নাল আবেদীন, মো. জাকির হোসেন, মো. রফিকুল ইসলাম ভুইয়া, মো.মাহমুদ হাসান টিটু, মেম্বার প্রার্থী মো. জহিরুল ইসলাম, মো. নসু মিয়া, মো. এনামুল হক, আমির হোসেন, শাহজাহান মিয়াসহ অন্যান্য সকল মেম্বারপ্রার্থীগণ। বুড়িচং উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন-নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হতে পার সেদিকে সকল প্রার্থীদেরকে খেয়াল রাখতে হবে। অনাকাক্সিক্ষত মেহমানদারী বাদ দিতে হবে। মোটরসাইকেল মোহরাসহ নাম্বারবিহীন কোন মোটরসাইকেল প্রার্থীর পরিচয়ে চলাফেরা করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করাসহ নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনার কথা উল্লেখ করেন। পরে সকল চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা এক ফটো সেশনে মিলিত হন।