ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হোমনায় অপহৃত মাদ্রাসা ছাত্র হবিগঞ্জে উদ্ধার
Published : Tuesday, 11 January, 2022 at 12:00 AM
হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনা থেকে অপহরণের একদিন পর এক মাদ্রাসা ছাত্রকে হবিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহৃত ছাত্র শিহাব উদ্দিনকে (১৩) রবিবার দিনের উদ্ধার করে রাতে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। শনিবার সকালে হোমনা উপজেলার ঘারমোড়া বাজার থেকে সিএনজিযোগে বুড়িচং কংশনগর মনোহরপুর মাদ্রাসায় যাওয়ার পথে মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে তাকে অপহরণের ঘটনা ঘটে। হোমনা থানার এসআই মো. আশেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় শনিবার রাতে বাবা হোমনা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
শিহাব ঘারমোড়া একেএম ফজলুল হক মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিনের ছেলে। সে বি-পাড়া থানার কংশনগর মনোহরপুর মাদ্রাসার ছাত্র। শিহাবের বাবা মাওলানা মো. গিয়াস উদ্দিনের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার নবীপুর গ্রামে। তিনি চাকুরি সূত্রে হোমনা উপজেলার ছোট ঘারমোড়া গ্রামের জনৈক হাকিম মোল্লার বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন।
উদ্ধারকারী থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে হোমনা উপজেলার ঘারমোড়া বাজার থেকে সিএনজিযোগে বুড়িচং কংশনগর মাদ্রাসার উদ্দেশে রওয়ানা হন শিহাব। সকাল দশটার দিকে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন; এমন সময় ৫/৬ জন লোক তার গন্তব্য জানতে চায়। কংশনগর মাদ্রাসায় যাওয়ার কথা বললে তারাও সেখানে যাবে বলে তাকে সিএনজিতে তুলে নেয়। সঙ্গে সঙ্গেই তাকে অজ্ঞান করে ফেলে। পরে রাতেই তার বাবা-মার কাছে মুক্তিপণের জন্য ফোন দিতে থাকে।
শিহাবের বাবা মাওলানা গিয়াস উদ্দিন জানান, শনিবার সকালে নিখোঁজ হওয়ায়ার পর রাত আটার দিকে অপহরণকারীরা এক লাখ বিশ হাজার টাকা মু্িক্তপণ দাবী করেন। ওই সময়ও তারা ছেলেকে খুঁজছিলেন। ফিরে পেতে সকাল ও দুপুর দুই দফায় অপহরণকারীদের দেওয়া দুটি নাম্বারে পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করেন। পরে রাতে এই ঘটনায় হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ছেলের বরাত দিয়ে তিনি আরও জানান, রাতেই অপহরণকারীরা শিহাবকে অঞ্জান অবস্থায় রাস্তায় ফেলে যায়। জ্ঞান ফিরে এলে শিহাব নিজেকে একটি রাস্তায় আবিষ্কার করেন। এমন সময় তার পাশ দিয়ে একটি বাস যাওয়ার সময় হবিগঞ্জ বলে ডাকতে থাকে। সঙ্গে সঙ্গে তিনি ওই বাসে ওঠে পড়েন। হবিগঞ্জ গিয়ে যাত্রীরা নেমে পড়লে বাসের সুপারভাইজারের কাছে সহায়তা চান শিহাব। সুপাইরভাইজারকে তার পরিবারের একটি মোবাইল নাম্বারও দেন। ওই ব্যক্তির মাধ্যমেই তার সন্ধান পাওয়া যায়। পরে হবিগঞ্জ সদর থানা পুলিশের সহায়তায় হোমনা থানা পুলিশের মাধ্যমে ছেলেকে ফিরে পান।
উদ্ধারকারী হোমনা থানার এসআই আশেকুল ইসলাম বলেন, মাদ্রাসা ছাত্র শিহাব নিখোঁজের ঘটনায় হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। হবিগঞ্জ সদর থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।