Published : Tuesday, 11 January, 2022 at 12:00 AM, Update: 11.01.2022 12:38:36 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন
দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল কুমিল্লায় মহানগর আওয়ামী লীগ ও
জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনগুলো এই দিবসটি পালন করে।
গতকাল সকালে মহানগর আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে
ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর আওয়ামীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত,
যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক আকি
উল্যাহ খোকন, শ্রম বিষয়ক সম্পাদক হাসান খসরু, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই
বাবলু, চিত্তরঞ্জন ভৌমিকসহ অন্যান্য নেতাকর্মীরা।
এদিকে বঙ্গবন্ধুর
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের
উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন নেতাকর্মীরা।
পরে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভায় অংশ
নেন। জেলা আওয়ামী রীগের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী সভাপতিত্বে সভায়
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে সহ সভাপতি মফিজুর রহমান বাবলু, সহ-সভাপতি ও
সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম সারোয়ার।
অপর দিকে
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিকালে কুমিল্লা মডার্ন
কমিউনিটি সেন্টারে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের একাংশের আয়োজনে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমার
নেতৃত্বে সহ-সভাপতি আলহাজ¦ মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি জেলা আওয়ামী লীগের সাবেক
যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিকদার। মহানগর আওয়ামী লীগের সদস্য ও সাবেক
ছাত্রনেতা মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
জেলা শ্রমিকলীগের আহবায়ক মোঃ মনির হোসেন ঝান্টু, খাদেম মোহাম্মদ ফিরোজ,
মোহাম্মদ আবু তাহের , অভিজিৎ রায় চৌধুরী পার্থ, মোহাম্মদ লুৎফর বারী চৌধুরী
,অ্যাডভোকেট আনোয়ার হোসেন ,জাহাঙ্গীর আলম, পাপন পাল, কাউন্সিলর জাহাঙ্গীর
হোসেন বাবুল, জহিরউদ্দিন বুলু, কাজী নাহিদ উল হক। যুবলীগ নেতা মীর সাব্বির
আহমেদ, সুমন দাস, জসিম খান , গোলাম হোসাইন তপন,আবু হানিফ, গোলাম মোস্তফা
শরীফ ,গোলাম সারওয়ার কাউসার ,মিজানুর রহমান সোহাগ , ওমর ফারুক মির্জা ও আবু
হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় কুমিল্লা মহানগর মহিলা আওয়ামী
লীগ নেতা, মহানগর যুবলীগ, মহানগর ছাত্রলীগ, মহানগর কৃষকলীগ ,মহানগর
স্বেচ্ছাসেবক লীগ, মহানগর তাঁতী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে
কোরআন তেলাওয়াত করেন হাজী মনির।