ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদপুরে বিএনপির বিশাল জনসমাবেশ
Published : Thursday, 13 January, 2022 at 12:00 AM
মানিক দাস ও শেখ আল মামুন ||
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে চাঁদপুরে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক মালিকানাধীন মুনিরা ভবনে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশারফ হোসেন।
তিনি বক্তব্যে বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও চাঁদপুরের মানুষ আজ এক হয়েছেন। সকলে জানেন একটি সাজানো মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। এতিমের ফান্ড থেকে একটি টাকাও তোলা হয়নি। ৮ কোটি টাকা ফান্ডে জমা রয়েছে। আজকে আপনারা দেশনেত্রীর মুক্তির দাবিতে ভোট চোর সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন। এই সরকার স্বৈরাচারী সরকার। বিদেশে নিয়ে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা করা আইনি কোন সমস্যা নয়, সমস্যা শুধু এই সরকারের। সরকারের এই অপশাসন থেকে বেরুতে হবে। এই দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। তারা যতবার ক্ষমতায় এসেছে ততবার গণতন্ত্রকে হত্যা করেছে। যার যার অবস্থান থেকে সরকার পতনে প্রস্তুতি নেয়ার সময় এসেছে। এ দেশের মানুষকে ঐক্যবদ্ধ করন সরকারকে রাষ্ট্রক্ষমতা থেকে হঠাতে আন্দোলন গড়ে তুলতে হবে। এখনই যার যার অবস্থান থেকে প্রস্তুতি নিতে হবে। এ সরকারের বিদায়ের আন্দোলন সামনে রয়েছে। দেশ ও দশের স্বার্থে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি ত্যাগ করে ঐক্যবদ্ধ হন।আন্দোলন সংগ্রাম করুন।
কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক  মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া।
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান শফিকুজ্জামান, মুনির চৌধুরী ও সদর থানা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের পরিচালনায় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল হক সাইদ, কেন্দ্রীয় কৃষকদলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় তাঁতিদলের সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক এমপি রাশেদা বেগম হীরা, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাদুল করিম বাদ্রু,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন মুকুল, কেন্দ্রীয় মৎস্যজীবি দলের সদস্য সচিব আবদুর রহিম,  কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মিয়া, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ পাটওয়ারী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান মিশন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হক জিতু। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন। সমাবেশে কেন্দ্রিয় বিএনপির অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।