ব্রাহ্মণপাড়ায় শতভাগ করোনা ভ্যাক্সিন আনায়নে কৌশল নির্ধারণে মতবিনিময়
Published : Thursday, 13 January, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলাকে শতভাগ করোনা ভ্যাক্সিনের আওতায় আনায়নের কৌশল নির্ধারণের লক্ষে সকল অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে উপজেলার সকল অংশীজনের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় শতভাগ করোনা ভ্যাক্সিন আনায়নের কৌশল নির্ধারনের লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। পদক্ষেপগুলো হলো- আগামী এক সপ্তাহের মধ্যে করোনা ভ্যাক্সিনের জন্য ১২-১৮ বছরের সকল ছেলে-মেয়ে এবং ছাত্র-ছাত্রীদের যারা রেজিষ্ট্রেশন করে নাই তাদেরকে রেজিষ্ট্রেশনের আওতায় আনা হবে, ১৮ বছরের উর্ধ্বে সকল মানুষদের রেজিষ্ট্রেশন ও ভ্যাক্সিন প্রদান করা হবে, ২৪ টি উপকেন্দ্র করা হবে এবং একই সাথে করোনা ভ্যাক্সিনের রেজিষ্ট্রেশন ও টিকা দেওয়া হবে, প্রত্যেক ইউনিয়নে তিনটি করে উপকেন্দ্র করা হবে, আগামী এক মাসের মধ্যে করোনা ভ্যাক্সিন ও রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হবে, এতে সকল ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, জনপ্রতিনিধিগণ কমিটির আওতায় থেকে সম্পন্ন করবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ, অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ হুমায়ন কবির, অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, জামাল উদ্দিন, অধ্যক্ষ জয়নাল আবেদীন, অধ্যক্ষ সেতারা ইয়াছমিন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে জহিরুল হক ঠিকাদার, মোঃ ফরিদ উদ্দিন, সাইফুল ইসলাম আলাউল, আতিকুর রহমান রিয়াদ, মোঃ ওমর ফারুক, মনির হোসেন চৌধুরী, গিয়াস উদ্দিন মাষ্টার, সুলতান আহাম্মদ, গিয়াস উদ্দিন মুহাম্মদ, আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শুভ সূত্রধর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সী, বিআরডিবি কর্মকর্তা কাজী শফিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, তথ্যআপা কর্মকর্তা মুনিরা বেগম, থানার এসআই আনোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা বরুণ দে, ইউআরসি ইন্সট্রাক্টর হাজেরা খাতুনসহ বিভিন্ন ইউনিয়নের সচিব, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।