ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
উৎসব মুখর পরিবেশে তিন পদে ৫৮৪ জনের মনোনয়ন দাখিল
বুড়িচংয়ের ৯ ইউনিয়নে ৮২ চেয়ারম্যান প্রার্থী
Published : Thursday, 13 January, 2022 at 12:00 AM, Update: 13.01.2022 12:36:09 AM
 বুড়িচংয়ের ৯ ইউনিয়নে ৮২ চেয়ারম্যান প্রার্থী সৌরভ মাহমুদ হারুন ||
আগামী ৭ ফেব্রুয়ারি ৭ম ধাপের নির্বাচনে কুমিল্লার বুড়িচং উপজেলার ৯ টি ইউনিয়ন যথাক্রমে ১ নং রাজাপুর, ২ নং বাকশীমূল, ৩ নং বুড়িচং সদর, ৪ নং ষোলনল, ৫ নং পীরযাত্রাপুর, ৬ নং ময়নামতি, ৭ নং মোকাম, ৮ নং ভারেল্লা উত্তর ও ৯ নং ভারেল্লা দক্ষিণের নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার ১২ জানুয়ারি মনোনয়নপত্র জমার শেষ তারিখ থাকলে  ও শেষ দিনে অনেক প্রার্থী মনোনয়নপত্র ক্রয় ও দাখিল করেন। প্রার্থীগণ উৎসবমুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র  দালিখ করেন।  গতকাল  ১২ জানুয়ারি বিকেল ৫ টা পর্যন্ত সময়ে ৮২ জন চেয়ারম্যান  প্রার্থী তাদের  মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে উপজেলার ৯ টি বিভিন্ন ইউনিয়নে  ৭১ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। উপজেলার সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ৯৯  জন ও  মেম্বার প্রার্থী পদে ৪০৩  জনসহ মোট ৫৮৪ জন প্রার্থী উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে   তাদের মনোনয়নপত্র দাখিল  করেন। মনোনয়নপত্র বাছাই কার্যক্রম আসছে ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২২ জানুয়ারি। ইতোমধ্যে  নির্বাচন কে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় স্বাস্থ্য বিধি মেনে জনগণের সমর্থণ পেতে বিভিন্ন উঠান বৈঠক ও গণসংযোগ করে যাচ্ছেন।
বুড়িচং উপজেলার বুড়িচং ১ নং রাজাপুর ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. মোস্তফা গতকাল মনোনয়পত্র দাখিল করেন। এছাড়া ওই ইউনিয়নের স্বতন্ত্র ১ নং রাজাপুর ইউনিয়ন থেকে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. মো. জসিম উদ্দীন এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে  সাংবাদিক মো. আবুল হোসেন ও গতকাল  মনোনয়নপত্র জমা  করেন। এসময় তাঁর সমর্থনপুষ্ট নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।   
বুড়িচং উপজেলার বুড়িচং ২ নং বাকশীমূল ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবদুল করিম গতকাল মনোনয়পত্র ক্রয় করেন এছাড়া, ওই ইউনিয়ন থেকে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাজী এমদাদুল হক মনোনয়নপত্র দাখিল করেন। ওই ইউপি ৭ নং ওয়ার্ডের পিতাম্বর গ্রামের মেম্বার প্রার্থী মো. আবুল কাশেম ও তার মনোনয়নপত্র দাখিল করেন। বুড়িচং  ৩ নং বুড়িচং সদর ইউপির আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ¦ ইঞ্জি. মো. জয়নাল আবেদীন গতকাল মনোনয়পত্র দাখিল করেন। এছাড়া, স্বতন্ত্র  চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো. রফিকুল ইসলাম ভুইয়া গতকাল তার মনোনয়নপত্র দাখিল  করেন। এসময় অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।  বুড়িচং ৪ নং ষোলনল  ইউনিয়ন থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. সিরাজুল ইসলাম এবং ওই ইউনিয়ন থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী  সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাজী মো. বিল্লাল হোসেন  ঠিকাদার ও তার মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া, ওই ইউনিয়নের  ৯ নং ওয়ার্ডের ষোলনল গ্রামের বাসিন্দা মো. সোলেমান মেম্বার পদে মনোনয়ন দাখিল করেন।
 বুড়িচং ৫ নং পীরযাত্রাপুর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মো. আবু তাহের  ও  ওই ইউনিয়ন থেকে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল কালাম আজাদ এবং অত্র ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কোমাল্লা গ্রামের সাবেক মেম্বার মো. সুলতান আহাম্মদ মুন্সী, পীরযাত্রাপুর গ্রামের ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. মোখলেছুর রহমান ও মনোনয়নপত্র দাখিল করেন।
বুড়িচং উপজেলার ৭ নং মোকাম ইউনিয়ন থেকে মনোনীত নৌক প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক চেয়ারম্যান মো. ফজলুল হক মুন্সী। একই ইউপি থেকে  স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র  জমা দেন আলহাজ¦ মো. জয়নাল আবেদীন সাবেক চেয়ারম্যান । এবং ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. লোকমান হোসেন ও তার  মেম্বার পদে  মনোনয়নপত্র দাখিল করেন। বুড়িচং ৮ নং ভারেল্লা (উত্তর) ইউপির চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ মো. আবদুর রহমান রব গতকাল দলীয় নেতা কর্মীদের নিয়ে তার মনোনয়নপত্র জমা দেন। বুড়িচং উপজেলার ২ নং বাকশীমুল  ইউনিয়ন ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী কালিকাপুর  গ্রামের অধিবাসী মরহুম আ: হাকিম ভাইস চেয়ারম্যানের ভাতিজা মো. বাবুল হোসেন গতকাল মনোনয়নপত্র ক্রয় করেন। এছাড়া, ৯ নং  ভারেল্লা দক্ষিণ ইউপির থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. ওমর ফারুক (ইসলামপুর) ও গতকাল সমর্থনপুষ্ট ব্যক্তিদের জমা দেন। এদিকে, নির্বাচনকে সুন্দর ,অবাধ, সুষ্ঠু নিরপেক্ষভাবে সকলের নিকট গ্রহণযোগ্য করার লক্ষ্যে ইতিমধ্যে প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাপক পদক্ষেপ  গ্রহণ করেছে।