ভয়েস নোটের নতুন একটি ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। এতে কারও সঙ্গে চ্যাটিং-রত অবস্থায় অন্য কারও পাঠানো ভয়েস মেসেজ শোনা যাবে। তবে ফিচারটি আপাতত শুধু আইওএসে হোয়াটসঅ্যাপ বেটা, হোয়াটসঅ্যাপ বিজনেস বেটা সংস্করণে থাকছে। ডাব্লিউএবিটাইনফো জানায়, এই ভয়েস নোটটি শোনার পরে অন্য কোনও চ্যাটে চলে গেলেও সেটি মুছে যাবে না।
তবে সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যন্ডার্ড জানায়, আপাতত আইওএসের জন্য চালু হলেও অ্যান্ড্রয়েডের জন্য এটি ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। তবে কবে নাগাদ বের হবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
নতুন একটি রিপোর্টে দেখা যায়, হোয়াটসঅ্যাপ তার আইওএস সংস্করণ থেকে সম্প্রতি ব্রডকাস্ট লিস্ট এবং নিউ গ্রুপ ফিচার দুটি বাদ দেওয়ার পরিকল্পনা করছে। নতুন আপডেটেই হয়তো এটি দেখা যাবে। এর পরিবর্তে কন্টাক্ট লিস্টে ব্রডকাস্ট নামে নতুন একটি এন্ট্রি পয়েন্ট চালু করছে। এটি দেখা যাবে যখন ব্যবহারকারী উপরের ডান পাশে স্টার্ট নিউ চ্যাট-এ ট্যাপ করবেন তখন। তবে কোনও আপেডেটেরই কোনও তারিখ উল্লেখ করা হয়নি।