ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২০ জানুয়ারির পর বৃষ্টি হতে পারে
Published : Wednesday, 19 January, 2022 at 12:00 AM
তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ায় আজ শীতের তীব্রতা কিছুটা কম। তবে আজ দেশের নওগাঁ, দিনাজপুর ও পঞ্চগড় জেলায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে, ফলে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমে আসতে পারে। কিছু কিছু এলাকায় বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে দুপুর পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকতে পারে। ২০ জানুয়ারির পর বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮, যা গতকাল ছিল একই জায়গায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮, ময়মনসিংহে ১৩, চট্টগ্রামে ১৫ দশমিক ৮, সিলেটে ১৪ দশমিক ৫, রাজশাহীতে ১০ দশমিক ৬,  রংপুরে ১২, খুলনায় ১২ দশমিক ৬ এবং বরিশালে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ ওমন ফারুক বলেন, ‘আগামীকাল তাপমাত্রা আবার কমতে পারে। ২০ জানুয়ারির পর বৃষ্টি হতে পারে। এরপর আবার তাপমাত্রা কমে বাড়তে শুরু করলে তা আর কমার শঙ্কা নেই।
এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং এটি কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।