Published : Wednesday, 19 January, 2022 at 12:00 AM, Update: 19.01.2022 1:20:02 AM
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ঝাগুড়ঝুলি এলাকা থেকে ৭ টি ট্রাক ভর্তি ৫৬ টন সিলিন্ডার কাটা লোহা জব্দ করেছে পুলিশ। এসব সিলিন্ডারে বিভিন্ন কোম্পানির আলেপিজি গ্যাস ভর্তি করে গ্রাহকদের কাছে সরবরাহ করা হত। ‘বিক্রয় নিষিদ্ধ’ নিষিদ্ধ এসব সিলিন্ডার চট্টগ্রামের সীতাকুন্ডের কোন এক ফ্যাক্টরিতে টুকরো কওে বিভিন্ন স্টীল মিলস্ গুলোতে বিক্রয় করে আসছিলো একটি চক্র। এই ঘটনায় এলপিজি অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে একটি মামলাও দায়ের করা হয়েছে। জানা গেছে, উন্নতমানের লোহা দিয়ে এক একটি সিলিন্ডার তৈরীতে ২ হাজার ৮ টাকা লাগলেও, ডিলাররা গ্যাস কোম্পানি থেকে মাত্র ৭শ’ টাকায় পায় এসব সিলিন্ডার। এলপিজি গ্যাস কোম্পানিগুলোর কাছ থেকে গ্যাস সরবরাহের জন্য এসব সিলিন্ডার বিক্রির অযোগ্য। কম দামে সিলিন্ডার নিয়ে সেগুলোকে মেয়াদোত্তীর্ণ বলে কেটে দ্বিগুণ দামে লোহা ফ্যাক্টরিতে বিক্রির জন্য আনা হচ্ছিলো বলে অভিযোগ এলপিজি গ্যাস সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের।
মেঘনা গ্রুপের সিনিয়র ম্যানেজার মোঃ নিয়াজ উদ্দিন জানান, বিভিন্ন সূত্রে আমরা খবর পাই সিলিন্ডার কেটে কুমিল্লার বিক্রির উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের শফিউল আলম স্টীল কারখানায় নিয়ে আসা হয়েছে। পরে আমরা পুলিশে জানাই।
ট্রাকের সাথে আসা শ্রমিকরা বলছে, এসব সিলিন্ডার চট্টগ্রামের সীতাকুন্ড থেকে কেটে ট্রাকে করে নিয়ে আসা হয়েছে। স্ক্র্যাব মেটাল হিসেবে এগুলো নিয়ে আসা হয়েছে।
ক্যানটনমেন্ট পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মহিউল ইসলাম, বিভিন্ন এলপিজি কোম্পানীর মালিক পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। সে প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
কুমিল্লায় ৭ ট্রাক এলপিজি সিলিন্ডার জব্দ করার ঘটনায় এলপিজি অপারেটরস এসোসিয়েশন অব বাংলাশে এর ম্যানেজার আফজালুর রহমান বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।