ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে ১জন নিহত
Published : Wednesday, 19 January, 2022 at 12:00 AM, Update: 19.01.2022 12:59:09 AM
কুমিল্লা সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে ১জন নিহতমো. মিজানুর রহমান ||
কুমিল্লা সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে মোঃ রনি (২৮) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, বেলতলী বাজার থেকে বাইসাইকেল যোগে পদুয়ার বাজার বিশ্বরোড যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিং এলাকায় ঢাকাগামী একটি আন্তনগর ট্রেনে কাটা পড়ে বিজয়পুর ইউনিয়নের সাওড়াতলী গ্রামের মৃত আবুল খায়ের এর পুত্র ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ রনি ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত রনি চার ভাইয়ের মধ্যে সকলের বড়। তাঁর এক বোন রয়েছে। মঙ্গলবার সকালে দোকানের মালামাল ক্রয়ের জন্য বাইসাইকেল যোগে পদুয়ার বাজার বিশ^রোড রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রেনের কাটা পড়ে ঘটনাস্থলে সে নিহত হয়। নিহত রনির পাঁচ বছর বয়সী একটি কন্যা সন্তান ও  এক বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। আজ বিকাল ৩টায় স্থানীয় সাওড়াতলী পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এব্যাপারে লাকসাম জিআরপি থানায় যোগাযোগ করা হলে তারা বিষয়টি এ ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানান।