ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভিক্টোরিয়া কলেজে ৮ম প্রাণিবিদ্যা অলিম্পিয়াড অনুষ্ঠিত
Published : Friday, 21 January, 2022 at 12:00 AM
জহিরুল ইসলাম মাহির ||
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির উদ্যোগে ৮ম প্রাণিবিজ্ঞান অলিম্পিয়ার্ড ২০২১ অনুষ্ঠিত হয়েছে । কুমিল্লা, ফেনী, চাঁদপুর ও ব্রাহ্মনবাড়িয়া অঞ্চলের ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রায় আড়াইশ শিক্ষার্থী এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টায় ভিক্টোরিয়া কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির আঞ্চলিক সম্পাদক ড. মহিউদ্দিন মোহাম্মদ শাহজাহান ভূইঁয়া এর সভাপতিত্বে রিয়াজ হোসন ও সালমা আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড.আবু জাফর খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাণিবিদ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হানিফ, বিশেষ অতিথি ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী। শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন, প্রাণিবিদ্যা বিভাগের প্রধান অমিতাভ কুমার বাড়ৈ, প্রফেসর কাজী মুজিবুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
স্নাতক পর্যায়ে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী বিউটি আক্তার, রানারআপ একই বিভাগের শিক্ষার্থী আঁখি সরকার। উচ্চ মাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিম ও রানার আপ কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ শিক্ষার্থী হৃদয় চন্দ্রপাল।