Published : Friday, 21 January, 2022 at 12:00 AM, Update: 20.01.2022 11:55:33 PM
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের উদ্যোগে “অ গধমরপ জবধষরংঃ জবধফরহম ড়ভ ঝবষবপঃবফ ইধহমষধ ধহফ ঊহমষরংয ঋড়ষশ ঞধষবং” শিরোনামে গত ১৯ জানুয়ারী ২০২২ ইং বুধবার, ১২ ঘটিকায় একটি সেমিনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ডঃ সুরজিৎ সর্ববিদ্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ সফিকুল হক, (ডিরেক্টর এডমিন)। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক ও চেয়ারম্যান জনাব মোঃ তারিকুল আলম এবং সেমিনারের মুল বক্তব্য উপস্থাপন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক ডঃ মোঃ হাবিবুর রহমান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক মিসেস কিশোয়ার জেরীন, জনাব আব্দল্লা আল মারফ, মিস উম্মে রাবেয়া মিলি এবং ইংরেজি বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ। সভার প্রারম্ভে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক ও উক্ত সেমিনারের আহবায়ক জনাব আব্দুল্লা আল মারুফ সকলকে স্বাগত জানিয়ে জাদু বাস্তবতার সস্পর্কে সাধারণ আলোকপাত করার পাশাপাশি আধুনিক বাংলা ও ইংরেজি সাহিত্যে জাদু বাস্তবতার বিভিন্ন প্রয়োগ সম্পর্কে অবহিত করেন।
সভায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ডঃ সুরজিৎ সর্ববিদ্যা, তার বক্তব্যের শুরুতে আমন্ত্রিত অতিথি, সম্মানিত শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীদেরকে শুভেচ্ছা জানান। তিনি ইংরেজি বিভাগ কর্তৃক এই ধরনের আধুনিক সাহিত্য সংশ্লিষ্ট শিরোনামের ওপর সেমিনারের আয়োজন করার জন্য চেয়ারম্যান সহ সকল অনুষদ সদস্যদের ধন্যবাদ জানান এবং ইংরেজি সাহিত্যের ছাত্র-ছাত্রীদেরকে এই ধরনের সৃষ্টিশীল আধুনিক শিরোনাম সংশ্লিষ্ট বিষয়ে বিশদ চর্চা ও গবেষনার উপর গুরুত্ব প্রদান করেন যা তাদের ভবিষ্যৎ বির্নিমানে ও জ্ঞান নির্ভর আধুনিক সৃষ্টিশীল সমাজ গঠনের সহযোগীতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সেমিনারের প্রধান বক্তা ডঃ মোঃ হাবিবুর রহমান জাদু বাস্তবতাকে আধুনিক বাংলা ও ইংরেজী সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ দাশর্নিক উপকরণ হিসাবে উপস্থাপন করেন। তিনি জাদু বাস্তবতার বিভিন্ন সংজ্ঞা, বিভিন্ন উপকরণ, প্রধান বৈশিষ্ট্য সমূহ এবং ঐহিতাসিক ইতিহাস অত্যান্ত প্রানবন্ত ভাবে স্লাইড প্রেজেন্টেশনের মধ্য
দিয়ে উপস্থাপন করেন। তার মূল্যবান আলোচনা উপস্থিত ছাত্র-ছাত্রী ও অতিথিবৃন্দ মনোযোগ ও ধৈর্য্যসহকারে শ্রবন করেন।
সমাপনী বক্তৃতায় ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব মোঃ তারিকুল আলম জাদু বাস্তবতার বিভিন্ন দিক নিয়ে সমালোচনা মূলক আলোচনা করেন। তিনি তার বক্তৃতায় ইংরেজি বিভাগকে একাডেমিক ও উৎকর্ষতার কেন্দ্রবিন্দুতে রূপায়িত করার জন্য ভবিষ্যতে আরো সেমিনার,কর্মশালা ও গবেষনা মূলক আলোচনা আয়োজন করার অভিপ্রায় ব্যক্ত করেন। বক্তৃতার শেষে তিনি সম্মানিত অনুষদ সদস্য, ছাত্র-ছাত্রীবৃন্দ ও আমন্ত্রিত অতিথিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরো প্রাণবন্ত অনুষ্ঠান আয়োজনে তাদের সহযোগিতা কামনা করেন। সেমিনারেরর শেষে ঠড়ঃব ড়ভ ঞযধহশং প্রদান করেন উক্ত বিভাগের প্রভাষক মিসেস কিশোয়ার জেরীন। পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক মিস উম্মে রাবেয়া মিলি।