Published : Friday, 21 January, 2022 at 12:00 AM, Update: 20.01.2022 11:55:57 PM
নিজস্ব
প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ২০ কিলোমিটার
জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার জেলার বুড়িচং উপজেলার নিমসার থেকে
চান্দিনা পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়। ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল
উদ্দিন জাহাঙ্গীর বলেছেন, মহাসড়কের একাংশ বন্ধ করে বৃহস্পতিবার বিকেলে যান
চলাচলের মোক্ষম সময়ে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর রাস্তার মেরামত কাজ করার
কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে, মহাসড়কের
নিমসারে দুর্ঘটনা এবং সড়ক মেরামতের কারণে মানুষকে কিছুটা ভোগান্তির মধ্যে
পড়তে হচ্ছে।
যানজটের কারণে দুর্ভোগে পড়া যাত্রীরা বলছেন, ওই এলাকায়
মহাসড়কের চট্টগ্রামমুখী লেন বন্ধ রেখে মেরামত কাজ পরিচালিত হচ্ছে। যার
কারণে ঢাকামুখী লেন দিয়ে দুই দিকের গাড়ি চলাচল করছে। এতে সড়ক সংকুচিত হয়ে
এসেছে। এ ছাড়া যানবাহনের চাপ বেশি থাকায় অনেক গাড়ি আটকা পড়েছে।
এদিকে,
মহাসড়কের নিমসারে উল্টোপথে সড়ক বিভাজকের ওপর একটি ট্রাক উঠে সেখানে আটকা
পড়ে। একই এলাকায় একলেন দিয়ে চলাচলের কারণে লরি ও মাইক্রোবাসের মুখোমুখি
সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ নিহত হয়নি। মেরামতের কারণে রাস্তা বন্ধ ও
সড়কে দুর্ঘটনা, এই দুটি কারণেই যানজট ব্যাপক আকার ধারণ করেছে।
জানতে
চাইলে ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, একলেন বন্ধ
করে মহাসড়ক মেরামতের কাজ করার কারণে যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিকেল
থেকে যানবাহনের চাপ বেশি থাকে। তাই সওজকে আপাতত কাজ বন্ধ রাখতে বলেছি।
আমাদের দুটি টিম যানজট নিরসনে কাজ করছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।
এ
প্রসঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তর, কুমিল্লার নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বি
জানান, এখন শুষ্ক মৌসুম হওয়ায় মেরামত কাজ এগিয়ে নিতে হচ্ছে। এক লেনে গাড়ি
চলছে। আর নিমসারে দুটি দুর্ঘটনাও ঘটেছে। তাই যানজটের সৃষ্টি হয়েছে। তাই
মানুষের সাময়িক অসুবিধা হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান হবে।