ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কাউন্সিলর কাপে দর্শক নিষিদ্ধ
জয় পেয়েছে রয়্যালস অব গোমতি এবং মুন্সেফবাড়ি
Published : Saturday, 22 January, 2022 at 12:00 AM, Update: 22.01.2022 1:03:40 AM

কাউন্সিলর কাপে দর্শক নিষিদ্ধনিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ রোধে কুমিল্লা কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্টে স্টেডিয়াম গ্যালারিতে দর্শক নিষিদ্ধ করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। গতকাল ম্যাচ শেষে এই ঘোষণা দেয় টুর্নামেন্টের আয়োজক জেলা ক্রিকেট কমিটি। জেলা ক্রিকেট কুমিটির সাধারণ সম্পাদক নাসিম ইউসুফ রেইন জানান, করোনা সংক্রমণ বাড়তে থাকায় গ্যালারিতে দর্শকদের আসা বন্ধ করতে হয়েছে। বিষয়টি টুর্নামেন্টের জন্য দুঃখজনক হলেও কুমিল্লাবাসীর স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে সরকারি সিদ্ধান্ত মেনে জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি এই সিদ্ধান্ত দেন। শুধু খেলোয়াড় এবং টিম ম্যানেজম্যান্টের সদস্যরা ব্যাতীত কেউ মাঠে কিংবা গ্যালারিতে প্রবেশ করতে পারবেন না।
এদিকে টুর্নামেন্টের গতকালের খেলায় জয় পেয়েছে রয়্যালস অব গোমতি এবং মুন্সেফবাড়ি। দিনের প্রথম ম্যাচে সানরাইজার্সকে ৮ উইকেটে হারায় গোমতী। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৫ রান করে সানরাইজার্স। দলের পক্ষে ৩৭ বলে সর্বোচ্চ ৪০ রান করেন আবু বকর।গোমতীর মাহবুব ও জনি দুইটি কের উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ১২ ওভার ১ বলে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের দেখা পায় রয়্যালস্ অব গোমতী। জসিম ৩৬ বলে ৫৯ রান এবং রকি ৩৪ বলে ৫৩ রান করেন। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রকি।
দিনে অপর ম্যাচে সুপার কিংস এইটিনের বিরুদ্ধে ৮৯ রানের বিশাল জয় পায় মুন্সেফবাড়ি স্পোর্টিং ক্লাব। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৯ রানের বিশাল সংগ্রহ গড়ে মুন্সেফবাড়ি। টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি পান রকি, করেন ১১৩ রান। ৭টি ছয় এবং ৯ টি চারে সাজানো ছিলো তার এই ইনিংসটি। সুপার কিংসের নাবিল দুই উইকেট নেন।  জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার চার বলে ১০০ রান সংগ্রহ করেই সব উইকেট হারান সুপার কিংস এইটিন। দলের পক্ষে ৪৩ বলে ৪১ রান করেন শুভ। মুন্সেফ বাড়ির নাসিম ৪ ওভার বল করে মাত্র ৩ রান খরচে ৪ উইকেট নেন।