Published : Friday, 21 January, 2022 at 12:00 AM, Update: 20.01.2022 11:57:23 PM
জহির শান্ত ।।
গেলো
কয়েকদিন যাবত সংক্রমণ বাড়তে থাকা কুমিল্লায় একদিনে আরো ১০৪ জনের করোনা
শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১দশমিক ৫ শতাংশ।
আক্রান্তদের মধ্যে ৫৭ জনই কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা।
এছাড়াও জেলায় গত ২৪ ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন
লাকসাম উপজেলায়। ২০ জানুয়ারি সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়
সূত্রে জানা গেছে এসব তথ্য।
এ নিয়ে কুমিল্লায় মোট করোনা রোগীর সংখ্যা
দাঁড়ালো ৩৯ হাজার ৫৮৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ৩৮ হাজার ১৬৯ জন; প্রাণ
হারিয়েছেন ৯৫৭ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ২৫ জন করোনা রোগী সুস্থ
হয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ
গত ২৪ ঘন্টায় করোনায় কারো প্রাণহানীর তথ্য না দিলেও কুমিল্লা মেডিক্যাল
কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়েছে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২০
জানুয়ারি বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চিতোষী নুরুল আমিন মজুমদার ডিগ্রী কলেজ
ও নাঙ্গলকোটের ভোলাইন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম
মজুমদার। তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির
সাবেক সদস্য জাহাঙ্গীর আলম মজুমদারকে গত ১৬ জানুয়ারি কুমিল্লা মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা
যান তিনি। খবর পেয়ে মানবিক সংগঠন বিবেকের সদস্যরা তার গোসল-কাফন ও জানাজা
শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের
তথ্যমতে, গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ৩৩০টি করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর
মধ্যে ১০৪ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্তদের
মধ্যে সবচেয়ে বেশি ৫৭ জন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। এছাড়াও
গত ২৪ ঘন্টায় লাকসাম উপজেলায় ২৫ জন, আদর্শ সদর উপজেলায় ২ জন, সদর দক্ষিণ
উপজেলায় ২ জন, বুড়িচংয়ে ৩জন, ব্রাহ্মণপাড়ায় ১জন, দাউদকান্দিতে ২ জন, বরুড়ায়
৬ জন, মনোহরগঞ্জে ৫ জন এবং মেঘনা উপজেলায় একজনের করোনা শনাক্ত হয়।
কুমিল্লার
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, পরীক্ষা কম হবার কারণে শণাক্তের
সংখ্যা বেশি দেখাচ্ছে। তবে সংক্রমণ বাড়ছে দিন দিন। কুমিল্লায় অমিক্রন নাকি
ডেল্টার সংক্রমণ তা এখনো বোঝা যাচ্ছেনা। যেহেতু রাজধানীসহ বিভিন্ন এলাকায়
অমিক্রণের আক্রান্তের হার বেশি সেক্ষেত্রে অমিক্রনের সংক্রমন বলেই ধরে নেয়া
যায়। কিন্তু যে ধরনের ভ্যারিয়েন্টেরই সংক্রমন সাধারণ মানুষকে সচেতন হবার
কোন বিকল্প নেই। সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
কুমিল্লার
মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ মহিউদ্দিন জানান, হাসপাতালে এখনো
রোগীর সংখ্যা বাড়েনি। কিন্তু মানুষের অসচেতনতা এখন আশংকার বিষয়। সবাইকে
মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, খুব শীঘ্রই স্বাস্থ্যবিধি নিয়ে
প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালিত হবে।