একটি মিনিবাসে শক্তিশালী বোমা হামলায় কমপক্ষে ৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে চার নারীও রয়েছেন। শনিবার ঘটনাটি ঘটে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে। হেরাতের প্রাদেশিক হাসপাতালের প্রধান আরিফ জালালি বার্তা সংস্থা এএফপিকে বলেন, বোমা হামলায় চার নারীসহ সাতজন নিহত হয়েছেন।
হেরাতের তালেবান কমান্ডার জানান, এ ঘটনায় আহত হন আরও ৯ জন। তালেবান সরকারের পক্ষ থেকে হামলার ঘটনা নিশ্চিত করা হয়েছে। প্রাদেশিক পুলিশ এবং সংস্কৃতি বিভাগও বোমা হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এখন পর্যন্ত এ ঘটনার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে তালেবান নিরাপত্তা বাহিনী।
গত ১৫ আগস্ট সশস্ত্র গোষ্ঠী তালেবান ক্ষমতা দখলের পর এ পর্যন্ত বেশ কয়েকটি বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। এতে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। কয়েকটি হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।