ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় করোনায় দুই মৃত্যু শনাক্তের হার ৩২ শতাংশ
Published : Saturday, 22 January, 2022 at 12:00 AM, Update: 22.01.2022 1:04:12 AM
কুমিল্লায় করোনায় দুই মৃত্যু শনাক্তের হার ৩২ শতাংশনিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে কুমিল্লায় মৃত্যুবরন করেছে দুই জন। এর মধ্যে একজন কুমিল্লা নগরীর এবং অপরজন লালমাই উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট প্রাণহানির সংখ্যা ৯৫৯ জন। গতকাল কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় তথ্য সূত্রে গেছে, ওই সময়ের মধ্যে নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩৫ জন। করোনা শনাক্তের হার ৩২ শতাংশ। নতুন শনাক্তদের মধ্যে বেশিরভাগই কুমিল্লা নগরীর বাসিন্দা। এছাড়া ৭৫৭ জন বিদেশগামী করোনার নমুনা পরীক্ষাকারীর মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন ৫৩ জন।
কুমিল্লার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, পরীক্ষা কম হবার কারণে শণাক্তের সংখ্যা বেশি দেখাচ্ছে। তবে সংক্রমণ বাড়ছে দিন দিন। কুমিল্লায় অমিক্রন নাকি ডেল্টার সংক্রমণ তা এখনো বোঝা যাচ্ছেনা। যেহেতু রাজধানীসহ বিভিন্ন এলাকায় অমিক্রণের আক্রান্তের হার বেশি সেক্ষেত্রে অমিক্রনের সংক্রমন বলেই ধরে নেয়া যায়। কিন্তু যে ধরনের ভ্যারিয়েন্টেরই সংক্রমন সাধারণ মানুষকে সচেতন হবার কোন বিকল্প নেই। সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ মহিউদ্দিন জানান, হাসপাতালে এখনো রোগীর সংখ্যা বাড়েনি। কিন্তু মানুষের অসচেতনতা এখন আশংকার বিষয়। সবাইকে মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, খুব শীঘ্রই স্বাস্থ্যবিধি নিয়ে প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালিত হবে।