ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা শিক্ষাবোর্ড এসএসসির পুন:নিরীক্ষণে ৮২ জনের ফল পরিবর্তন
Published : Saturday, 22 January, 2022 at 12:00 AM, Update: 22.01.2022 1:04:04 AM
কুমিল্লা শিক্ষাবোর্ড এসএসসির পুন:নিরীক্ষণে ৮২ জনের ফল পরিবর্তন২০২১ সনের এসএসসি পরীক্ষার  পুন:নিরীক্ষনের ফল গতকাল শুক্রবার প্রকাশিত হয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান- ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে গ্রুপ ভিত্তিক নৈর্বাচনিক ১১ বিষয়ে ৪১৯৩ জন শিক্ষার্থী ৪৬৭৯টি উত্তরপত্র  পুন:নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে।
 আবেদনকারীদের মধ্যে ৮২ জনের ফল পরিবর্তন হয়। এর মধ্যে ৫১ জন ফেল থেকে পাশ , ৬ জন জিপিএ পাঁচ এবং ২৫ জনের গ্রেড পরিবর্তন হয়।
ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ২২ ও ২৩ জানুয়ারি কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।
উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর ২০২১ সনের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং গত ৩১ ডিসেম্বর থেকে ০৬ জানুয়ারি পর্যন্ত পুনর্নিরীক্ষনের আবেদন গ্রহণ করা হয়।