Published : Sunday, 23 January, 2022 at 12:50 PM, Update: 23.01.2022 12:57:10 PM
ময়মনসিংহের ফুলপুরে বিয়ের কয়েক ঘণ্টা আগে বাবা আব্দুল জলিলের মরদেহ দেখে অজ্ঞান হয়ে পড়ে যান বর। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জুলমত আকন্দকে (৩০) মৃত ঘোষণা করেন চিকিৎসক।
শনিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের গাইরা গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত আব্দুল জলিল ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি স্থানীয় গ্রাম সরদার ছিলেন। তার ছেলে জুলমত মিয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি বিয়ে করতে তিনি দেশে এসেছিলেন।
রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনার দিন আব্দুল জলিল আকন্দ হটাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার পর ছেলে জুলমত বাবার মৃত্যুর শোক সইতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চেয়ারম্যান মো. রুকনুজ্জামান আরও বলেন, জুলমত বিদেশে থাকতেন। সম্প্রতি তিনি বিয়ে করার জন্য দেশে আসেন। জুলমত দেশে আসার পর কনে দেখে বিয়ে ঠিক হয়েছিল। আজই তার কাবিন করানোর কথা ছিল। কিন্তু বিয়ের ঘণ্টা আগে বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাদ আসর একসঙ্গে বাবা-ছেলের জানাজা শেষে দাফন করা হবে বলেও জানান তিনি।