ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টি-টোয়েন্টিতেও ব্যাটিং ব্যর্থতা ইংল্যান্ডের
Published : Sunday, 23 January, 2022 at 1:52 PM
টি-টোয়েন্টিতেও ব্যাটিং ব্যর্থতা ইংল্যান্ডের  ক্যারিয়ার সেরা বোলিং করেছেন হোল্ডার।ক্যারিয়ার সেরা বোলিং করেছেন হোল্ডার।
প্রথমবার আয়ারল্যান্ডের কাছে সিরিজ হেরে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের অবস্থা ছিল বিব্রতকর। সেই দলটিই ঘুরে দাঁড়ানোর মানসিকতা দেখালো ইংল্যান্ডের বিপক্ষে। ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৯ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ!

কেনসিংটন ওভালে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠানোর মূল রহস্য উন্মোচন হয়ে যায় কিছুক্ষণের মধ্যে। শেলডন কট্রেলের প্রথম ওভারে ছয় হাঁকানো জেসন রয় বোল্ড হয়েছেন একই ওভারের শেষ বলে। তার পর অ্যাশেজের ব্যাটিং ব্যর্থতার ভূতই ভর করে যেন। নিয়মিত বিরতিতে উইকেট হারানো ইংল্যান্ডের সাত ওভার পর স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২৯ রান। উল্লেখযোগ্য ইনিংস বলতে শেষ দিকে ক্রিস জর্ডানের ২৩ বলে ২৮ ও আদিল রশিদের ১৮ বলে ২২। যারা কেউ প্রতিষ্ঠিত ব্যাটার নন। অথচ অধিনায়ক ইয়ন মরগান করেছেন ২৯ বলে ১৭ রান! ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ড ১০৩ রানে গুটিয়ে গেছে ১৯.৪ ওভারেই।

ইংলিশদের ধসিয়ে দিতে বড় অবদান ছিল অলরাউন্ডার জেসন হোল্ডারের। ক্যারিয়ার সেরা ফিগারে ৭ রানে নিয়েছেন ৪ উইকেট। ম্যাচসেরাও তিনি। ৩০ রানে দুটি উইকেট নিয়ে ভূমিকা রাখেন শেলডন কট্রেলও।     

জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেট হারিয়ে ১৭.১ ওভারেই জয় নিশ্চিত করেছে। ব্যাটিংটা যদিও টি-টোয়েন্টি সুলভ ছিল না। ওপেনিং জুটিতে আসে ৫২ রান। শাই হোপ ২৫ বলে ২০ রানে ফেরার পর বাকি পথ সামাল দেন ওপেনার ব্রেন্ডন কিং ও নিকোলাস পুরান। কিং ৪৯ বলে খেলেছেন অপরাজিত ৫২ রানের ইনিংস। ২৯ বলে ২৭ রানে তার সঙ্গী ছিলেন নিকোলাস পুরান।