কুমিল্লা সদর উপজেলার নোয়াপাড়া ও সদর দক্ষিণ থেকে পাসপোর্ট দালালীর অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪৪টি পাসপোর্ট, নগদ ১ লক্ষ ৫৭ হাজার টাকা, ৭২৮টি পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারী স্লীপ এবং মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়। র্যাব-কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাউদকান্দি বাজার গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মোঃ মিজানুর রহমান, বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামের আঃ রহিম এর ছেলে মোঃ আলাউদ্দিন, সদর উপজেলার ছোবিরা গ্রামের ফুলমিয়ার ছেলে জহিরুল হক, দেবিদ্ধার উপজেলার ছোবরা গ্রামের মৃত ইব্রাহিম খলিল এর ছেলে মোঃ রনি, সদর উপজেলার শাসনগাছা গ্রামের মৃত আঃ মতিন এর ছেলে মোঃ মোশারফ হোসেন শফিক, ছোটরা গ্রামের মৃত গোলাম মহিউদ্দিন এর ছেলে মোঃ জামাল মিয়া, সদর দক্ষিন থানার দয়াপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে মোঃ আলাউদ্দিন, সদর দক্ষিন থানার রাজাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম ও সদর উপজেলার গুনানন্দি গ্রামের মৃত আলী আজমের ছেলে মোঃ নাছির।