ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদপুর ইয়াবাসহ আটক ১  
Published : Monday, 24 January, 2022 at 12:00 AM
মানিক দাস ||
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ১ জনকে আটক করা হয়েছে।
গতকাল  ২৩ জানুয়ারি রবিবার বিকাল সোয়া ৪ টায় চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) কামরুল হাসান কায়কোবাদ সঙ্গীয় সদস্যসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় চাঁদপুর মডেল থানাধীন ৩নং ওয়ার্ড পূর্ব জাফরাবাদস্থ ছাত্তার হাজী বাড়ির সামনে থেকে গাজী বাড়ির মাদক ব্যবসায়ী সাদ্দাম গাজীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে। আটক আসামির বিরুদ্ধে চাঁদপুর  মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গোয়েন্দা পুলিশ জানায়, আটক সাদ্দাম দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছিল।