নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ২২২ জনের দেহে করোনা সংক্রমন শনাক্ত হয়েছে। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ১৯.৬১। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিস।
গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে ১ হাজার ১৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তদের মধ্যে সিটি করপোরেশন এলাকার ৮১ জন, আড়াইহাজারে ২২ জন, বন্দরে ৬ জন, রুপগঞ্জে ৫১, সদরে ৩৮ এবং সোনারগাঁয়ে ২৪ জন রয়েছেন।
এ নিয়ে নারায়ণগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৮২৬ জন।