ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ একজন গ্রেফতার
ইসমাইল নয়ন।।
Published : Monday, 24 January, 2022 at 6:47 PM
ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ একজন গ্রেফতারকুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২৩ জানুয়ারি রবিবার গাঁজাসহ আনোয়ার হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। 
থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহার নির্দেশে এসআই মনিরুল ইসলাম চৌধুরী ও  এএসআই মীর সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ২৩ জানুয়ারি বিকেলে  উপজেলার  শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের আরবের বাড়ীর উত্তর পার্শ্বে ব্রিজের সামনে নাগাইশ টু বড়ধুশিয়া গামী রাস্তার উপর হতে আনোয়ার হোসেন(২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।  গ্রেফতারকৃত আনোয়ার উপজেলার শশীদল ইউনিয়নের মানরা গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করে বলেন, " আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। আসামী’কে যথাযথ পুলিশ এস্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"