ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাবা প্রার্থী, মেয়ে ভোটার
Published : Monday, 24 January, 2022 at 7:27 PM
বাবা প্রার্থী, মেয়ে ভোটারফিল্ম ক্যারিয়ারে কয়েক ডজন সিনেমায় অভিনয় করলেও দীঘি এ বছর শিল্পী সমিতির ভোটার হয়েছেন। প্রথমবারের মতো ভোট দেবেন তিনি। ভোটার হতে পেরে বেশ উচ্ছ্বসিত এ নায়িকা।
দীঘির বাবা সুব্রত এবার নির্বাচনে প্রার্থী হয়েছেন। মিশা-জায়েদ প্যানেল থেকে সহসাধারণ সম্পাদক পদে লড়ছেন তিনি। বাবা প্রার্থী, মেয়ে ভোটার- কেমন লাগছে? জানতে চাইলে দীঘি বলেন, ছোটবেলা থেকেই শিল্পী সমিতির ইলেকশন দেখে আসছি। বাবাকে দেখতাম নির্বাচনে যোগদান করত। আমি খুব ক্যাম্পেইন করতাম। অপজিট পার্টির কাছে গিয়েও বলতাম, আমার বাবাকে ভোট দিবা। তখন খুব ইচ্ছা হতো আমি কবে ভোট দিব? ফাইনালি এবার ভোটার হয়েছি। এবার ভোট দেওয়ার অভিজ্ঞতা হবে।

যোগ করে অভিনেত্রী বলেন, বাবা অনেক ভালো মানুষ। আমার বিশ্বাস, আমি না বললেও বাবা পাস করবে। কারণ, সবসময় বাবাকে শিল্পীদের পাশেই দেখেছি।

ভোট দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়টি খেয়াল রাখবেন? জানতে চাইলে দীঘি বলেন, দুটি টিমকেই শুভকামনা জানাই। আমি মনে করি, দুটি টিমই যোগ্য। শিল্পী সমিতিকে আমরা অভিভাবক মনে করি, আমি চাই যারাই আসবে তারা আমাদের পাশে থাকবে।

এবার নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন পীরজাদা শহীদুল হারুন। তার সঙ্গে কমিশনার হিসেবে আছেন বিএইচ নিশান ও জাহিদ হোসেন। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন সোহানুর রহমান সোহান। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন। এবার ভোটাধিকার প্রয়োগ করবেন ৪২৮ জন ভোটার।