ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রেমের বিয়ে, শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার
Published : Monday, 24 January, 2022 at 8:11 PM
প্রেমের বিয়ে, শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার কুষ্টিয়ায় শ্বশুরবাড়ি থেকে নাসির উদ্দিন বিশ্বাস (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের লাহিনী চারা বটতলা এলাকার খন্দকার পাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। নিহত নাসির উদ্দিন সদর উপজেলার আলামপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামের সাজ্জাদ বিশ্বাসের ছেলে। তিনি ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে লাহিনী চারা বটতলা এলাকার খন্দকার পাড়ার শওকত আলীর মেয়ে সুমাইয়া খাতুন কাঞ্চনকে বিয়ে করেন নাসির। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

রবিবার বিকালে শ্বশুরবাড়ি বেড়াতে যান নাসির। পরে সোমবার সকালে তার পরিবার জানতে পারে, ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নাসির। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়

কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন, খবর পেয়ে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।