ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আর্জেন্টিনার জয়রথ ছুটছে
Published : Thursday, 3 February, 2022 at 12:00 AM
ফিটনেস এবং ম্যাচ প্রস্তুতির জন্য লিওনেল মেসিকে বাইরে রেখেই এবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলছে আর্জেন্টিনা। কিন্তু তাতে তাদের টানা জয়ের রেকর্ড ভাঙেনি বরং, আরও বৃদ্ধি পেলো। কলম্বিয়ার বিপক্ষে মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা জয় পেয়েছে ১-০ গোলে।
এই জয়ের মধ্য দিয়ে টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড বৃদ্ধি করে নিলো লিওনেল স্কালোনির শিষ্যরা। সে সঙ্গে বিশ্বকাপে খেলার পথে কলম্বিয়ার বিপদ বাড়িয়ে দিলো লা আলবেসেলেস্তারা।
কারণ, ১৫ ম্যাচে মাত্র ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে নেমে গেছে কলম্বিয়া। পয়েন্ট টেবিলের সেরা চারটি দল সরাসরি খেলবে কাতার বিশ্বকাপে। পঞ্চম দলটি সুযোগ পাবে মহাদেশীয় প্লে-অফ খেলার। বাকিদের বিদায় নিতে হবে। সে জায়গায়, আর্জেন্টিনার কাছে হেরে কলম্বিয়া নেমে গেছে সপ্তম স্থানে।
আর্জেন্টিনার কর্ডোভার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন লওতারো মার্টিনেজ। ২৯তম মিনিটে এই একটি মাত্র গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন তিনি।
আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ৬ ম্যাচে কোনো গোলেরই দেখা পায়নি কলম্বিয়া। আর্জেন্টিনার বিপক্ষেও পেলো না। যদিও অন্যবারের তুলনায় এই ম্যাচে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে আর্জেন্টিনার বেশ বেগই পেতে হয়েছে। আর্জেন্টিনা উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া ম্যাচ শেষে বলেন, ‘কে খেলেছে বা না খেলেছে তাতে কিছু যায় আসে না। আমাদের খেলার ধরণে কোনো পরিবর্তন আসবে না এবং সব সময় একই মানসিকতা নিয়েই খেলি আমরা।’