ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জমজমাট লিগে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ
Published : Thursday, 3 February, 2022 at 12:00 AM
জমজমাট লিগে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজকরোনাভাইরাসের প্রভাবে পূর্বঘোষিত সাত ভেন্যুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল হচ্ছে না। এ নিয়ে জলঘোলা কম হয়নি। সাত ভেন্যু শেষ পর্যন্ত গিয়ে ঠেকেছে দুটিতে। টঙ্গী ও মুন্সিগঞ্জের মাঠই এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভরসা। এই দুই ভেন্যুর ম্যাচ দিয়েই আজ বৃহস্পতিবার পর্দা উঠছে প্রিমিয়ার লিগের ১৩তম আসরের।
উদ্বোধনী দিনে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও নবাগত স্বাধীনতা ক্রীড়া চক্র। অন্যদিকে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে লড়বে শেখ জামাল ও উত্তর বারিধারা। দুটি ম্যাচই শুরু বিকাল ৩টায়।
গতবার করোনার কারণে লিগ পরিত্যক্ত ঘোষণা করেছিল বাফুফে। এবারও করোনার প্রভাব আছে। তাই দর্শক থাকছে না মাঠে।
১২ দলের প্রতিযোগিতা হলেও শিরোপার লড়াইটা হবে আসলে পাঁচ থেকে ছয় দলের মধ্যে। যেখানে গত কয়েক মৌসুমের চিত্র বলে দ্বৈরথটা সবচেয়ে বেশি হতে যাচ্ছে দুই ক্লাবের- আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের। এবারও জম্পেশ লড়াই হওয়ার সম্ভবনা রয়েছে। দুটি দলই জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি ভালো মানের বিদেশি খেলোয়াড় যোগ করে ট্রফির জন্য ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে।
তাদের পথ কঠিন করে দিতে প্রস্তুত শেখ জামাল, শেখ রাসেল, সাইফ স্পোর্টিং, মোহামেডান, পুলিশ এফসি, নবাগত স্বাধীনতা ক্রীড়া চক্র ও চট্টগ্রাম আবাহনী। পা হড়কালেই বিপদ। তাই বড় দলগুলো বেশ সতর্ক।
লম্বা সময়ের লিগ হওয়াতে খেলার ছন্দ ধরে রাখার বিষয় আছে। এবার যেহেতু শুরু থেকে কোনও দলের হোম ভেন্যু নেই। ঢাকার বাইরে গিয়ে খেলতে হচ্ছে। তাই চ্যালেঞ্জটা একটু বেশি।
বিদেশি কোচদের সঙ্গে স্থানীয় কোচদের নতুন করে পরীক্ষা হবে। মারিও লেমস-অস্কার ব্রুজনদের সঙ্গে সাইফুল বারী টিটু ও মারুফুল হকদের মস্তিষ্কের লড়াই চলবে। পরীক্ষা হবে দানিয়েল কলিনদ্রেস-রবিনিয়োদেরও। গতবার বসুন্ধরার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনিয়ো ২১ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। তার সতীর্থ আরেক ব্রাজিলিয়ান ফের্নান্দেসের অ্যাসিস্ট ছিল বেশি। চোটে এই ব্রাজিলিয়ান প্রথম পর্বে অনিশ্চিত। তাই রবিনিয়োকে নতুন করে পরীক্ষায় বসতে হবে।
রবিনিয়ো ছাড়াও দোরিয়েন্তন-কলিনদ্রেসরাও বড় প্রতিদ্বন্দ্বী। ব্রাজিলিয়ান দোরি তো দুই টুর্নামেন্টে ৮ গোল করে ঢাকার মাঠে চমক দেখিয়েছেন। পুরোপুরি সুস্থ হয়ে খেলতে পারলে গোলের বিচ্ছুরণ দেখা যাবে ৩১ বছর বয়সী স্ট্রাইকারের কাছ থেকে। এছাড়া এলতন মাচাদো, চিনেদু ম্যাথিউ, সানডে ও ফিলিপ আযহাসহ অন্যদের দিকেও দৃষ্টি রাখতে হবে।
লিগ দেখেই মার্চে ফিফা প্রীতি ম্যাচের জন্য দল গঠন করবেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। তাই ৩৭ বছর বয়সী কোচের দৃষ্টি কাড়তে অভিজ্ঞদের পাশাপাশি নতুনদেরও ঝলক দেখাতে হবে। সেই চ্যালেঞ্জ জিততে হলে টুটুল হোসেন বাদশা-বিশ্বনাথদের সঙ্গে মেরাজ হোসেনদেরও ভালো খেলতে হবে।
দেশের ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা। স্থানীয়দের সঙ্গে বিদেশি ফুটবলারদের সেরাটা দেওয়ার তাড়না। ফর্মে থাকা খেলোয়াড়দের ছন্দ ধরে রাখা, ফর্মহীনদের ছন্দ ফিরে পাওয়ার লড়াই। সব মিলিয়ে জমজমাট লিগে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ!

কুমিল্লার শক্তি বাড়াতে যোগ দিলেন মঈন আলী
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পয়েন্ট টেবিলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অবস্থান বেশ ভালো। চার ম্যাচের তিনটি জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে তারা। বুধবার ফ্র্যাঞ্চাইজিটির শক্তি বাড়াতে দলের সঙ্গে যোগ দিয়েছেন মঈন আলী। কুমিল্লার টিম ম্যানেজমেন্ট ইংলিশ অলরাউন্ডারের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে কুমিল্লায় নিয়মিত খেলছেন ফাফ ডু প্লেসি, করিম জানাত ও ক্যামেরন ডেলপোর্ট। তিনজনই ভালো পারফর্ম করছেন। যার ফলে এখনও কোনও ম্যাচে সুযোগ হয়নি সুনীল নারিনের। যদিও দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন ক্যারিবিয়ান তারকা।
দলটিতে ডু প্লেসি, জানাত, ডেলপোর্ট, মঈন, নারিন, ওশানে থমাস ও কুশল মেন্ডিস আছেন বিদেশি ক্যাটাগরিতে। নিয়ম অনুযায়ী একাদশে তিন বিদেশি খেলানোর সুযোগ পাচ্ছে দলগুলো। এই অবস্থায় নিশ্চিতভাবেই মধুর সমস্যায় পড়েছে কুমিল্লা। কাকে রেখে কাকে খেলাবে দুইবারের বিপিএল চ্যাম্পিয়নরা- এটাই এখন দেখার।