ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিন নদী পরিষদের ২য় দিনের অনুষ্ঠান
Published : Thursday, 3 February, 2022 at 12:00 AM
শ্যামল বড়ুয়া ববি ||
কুমিল্লা নগর উদ্যানে তিন নদী পরিষদের আয়োজনে মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২য় দিনের অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ভাষা সৈনিকদের অবদান তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব ও উদীচী শিল্পী গোষ্ঠী কুমিল্লার সভাপতি শেখ ফরিদ।
সভাপতির ভাষণে সংগঠনের সভাপতি, সাবেক প্রেসক্লাব সভাপতি আবুল হাসানাত বাবুল সবাইকে নিজেদের প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে আসার আহবান জানান।
পরিশেষে উদীচী শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন, নোভা, শ্যামা, নক্ষত্র, ঋষভ, আরাধ্য, শ্রী, ওম, মৌমিতা, পূজা, অর্পিতা, দীপা, প্রজ্ঞা, পূজা, স্বর্ণালি, মৌমিতা, প্রতীক, কাব্য, প্রাঞ্জল, প্রিয়সি, অহনা, পৃথা। নৃত্য করেন নুহা, তনুশ্রী, মিলি। উপস্থাপনা করেন আরাধ্য দত্ত ।