ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাকশীমূল ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ দিন- আব্দুল করিম
Published : Thursday, 3 February, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
আগামী ৭ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বুড়িচং উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাকশীমূল ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল করিম বলেছেন, আমি বিগত সময় যে ভাবে সকল জন সাধারণ এর সাথে মিলে মিশে চলেছি ঠিক সেই ভাবে আগামীতেও আমি চলব। সকল জন সাধারণ কে আমি সব সময় আপন ভাবি তাই যে কোন সমস্যায় আমি সকলের পাশে থাকার চেষ্টা করি। আমাকে বাকশীমূল ইউনিয়নের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার সুযোগ দিন, আগামীতে এই ইউনিয়নকে  আধুনিক মডেল ইউনিয়নে পরিণত করবো সকলের সহযোগিতায়। বিগত তিন বছরে তেমন কিছু করার সময় পাইনি - যা পেয়েছি তা  যথাযথ ভাবে করা যায়নি। তারপরও আমি অধিকাংশ রাস্তা ঘাট, পুল কালভার্ট করেছি। সামনের দিকে আমি স্থানীয় এমপি আবুল হাশেম খান ও উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দারের নিকট থেকে বরাদ্দ এনে এই ইউনিয়নকে উন্নত  আধুনিক মডেল ইউনিয়ন পরিষদে পরিণত করবো।
অপর দিকে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক এহতেশামুল হক রুমি বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হলেন আব্দুল করিম। সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে আব্দুল করিমকে চেয়ারম্যান নির্বাচিত করলে এই ইউনিয়ন এর ব্যাপক উন্নতি হবে। এ ইউনিয়ন এর সকল সমস্যা এই চেয়ারম্যান পদপ্রার্থীর মাধ্যমে সমাধান হবে। তাই সকল নারী পুরুষ নির্বিঘ্নে মিলে মিশে কেন্দ্রে গিয়ে আব্দুল করিম কে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহবান জানাই।
উপরোক্ত বক্তব্য গুলো গত বুধবার বাকশীমূল ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল করিম এর নির্বাচনী পথ সভায় ফকির বাজারে জন সাধারণ এর সাথে কুশল বিনিময় এবং মতবিনিময় করার সময় তাদের বক্তব্যে এসব কথা তারা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সহ-সভাপতি হাজী মোঃ জালাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ রাসেল চৌধুরী, ঢাকা মহানগর ছাত্র লীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান আখন্দ, আবু নাসির চৌধুরী , ছাত্র লীগ নেতা আসিফ আকবর, দেলোয়ার হোসেন, ফরহাদ করিম সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।