ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং ২ নং বাকশীমূল ইউপির ৬ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হাছান মিয়ার পক্ষে আনন্দপুরবাসী একাট্টা
Published : Thursday, 3 February, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি ||
কুমিল্লার বুড়িচং ২ নং বাকশীমূল  ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো.  হাছান মিয়ার পক্ষে আনন্দপুরবাসী গতকাল ২ ফেব্রুয়ারি সকালে আওয়ামীলীগ নেতা ও নির্বাচন কমিটির উপদেষ্টা হাজী ইসহাক মিয়ার বাড়ির প্রাঙ্গনে এক সর্বাত্মক ঐক্যের সভা অনুষ্ঠিত হয়।  আনন্দপুরের কৃতি সন্তান বাকশীমুল ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক  মো. শহিদুল ইসলামের আহবানে উক্ত সভায় বুড়িচং বাকশীমূল ইউপির আনন্দপুর পূর্বপাড়া, ভূইয়া বাড়ী, নোয়াপাড়া হাজী বাড়ী,  শামসু মাস্টারের বাড়ী, মাস্টার বাড়ী, পশ্চিমবাড়ী,  বিডিআর ক্যাম্পের পূর্ব দিকের নতুন বাড়ী এলাকার জনগণ ও সাধারণ ভোটারগণ ২ নং বাকশীমূল  ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো.  হাছান মিয়ার পক্ষে একাট্টা সমর্থন প্রকাশ করেন। যুব সমাজের নেতা  মো. মিজানুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা অব. বিএডিসি কর্মকর্তা হাজী মো. আবদুছ ছালাম, সদস্য সচিব মো. আ: রৌফ ঠিকাদার, সদস্য অব: পুলিশ পরিদর্শক মো. আশ্রাফ, অব. বিসিক কর্মকর্তা মো. সুলতান আহাম্মদ, মো. আলমগীর হোসেন, নাছিম, অব. হাবিলদার বিজিবি প্রার্থীর বড় ভাই মো. শাহআলম, প্রবাসী আবুল কালাম আজাদ, হাফেজ সফিকুর রহমান, অব. সেনা মো. আবুল হোসেন, মো. খলিলুর রহমান, একেএম শাহজাহান, গোলাম কাদের, আজাদ, মো. লিটন, কবির হোসেন, মো. সেলিম, ফারুক আহাম্মদ, মানিক, শহিদুল ইসলাম, পারভেজ, রিফাত, হেলাল উদ্দীন ভুলু, মোহাম্মদ আলী, জসিম উদ্দীন, শাহআলম  প্রমুখ। সভায় বক্তারা দল মত নির্বিশেষে বাকশীমুল ইউপির ৬ নং ওয়ার্ড তথা আনন্দপু  গ্রামবাসী এক হয়ে স্বতন্ত্র সমাজ সেবক মেম্বার প্রার্থী  মো.  হাছান মিয়াকে তার প্রাপ্ত ‘ মোরগ’ প্রতীকে ভোট প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানান। বিশিষ্ট সমাজ সেবক মেম্বার পদপ্রার্থী মো. হাছান মিয়া ও তার বক্তব্যে দল মত নির্বিশেষে আনন্দপুরের সার্বিক কল্যানে ও মাদক মুক্ত ওয়ার্ড ও ইউনিয়ন গড়তে সকলের  সহযোগিতা কামনা করে তার প্রাপ্ত ‘ মোরগ’ প্রতীকে ভোট প্রদানের আহবান জানান।