Published : Thursday, 3 February, 2022 at 12:00 AM, Update: 03.02.2022 12:51:15 AM
ইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান ফরিদ উদ্দিন গতকাল ২ ফেব্রুয়ারি সকালে ঘোড়ার গাড়ি চরে এসে দায়িত্বভার গ্রহণ করেন।
জানা যায়, বিগত ২৬ ডিসেম্বর চতুর্থধাপে ব্রাহ্মণপাড়া উপজেলার আট ইউনিয়নে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ফরিদ উদ্দিন উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন। গত ২৭ জানুয়ারি কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ শেষে গতকাল ২ ফেব্রুয়ারি সকালে ঘোড়ার গাড়ি চরে এসে তিনি সাবেক চেয়ারম্যান সুলতান আহমেদ থেকে মাধবপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝে নেন। এসময় এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ ব্যপারে, নবনির্বাচিত চেয়ারম্যান ফরিদ উদ্দিন বলেন, "সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করে আমি মাধবপুর ইউনিয়নকে সোনার বাংলার অংশ হিসেবে গড়ে তুলবো। ইউনিয়নবাসীর সুখদুঃখে সমান অংশীদার হবো। আমি আমার নই, আজ থেকে আমি মাধবপুর ইউনিয়নবাসীর।"