ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে শীতের সঙ্গে বেড়েছে রোগবালাই, ভিড় হাসপাতালে
Published : Thursday, 3 February, 2022 at 12:00 AM
আলমগীর হোসেন, দাউদকান্দি।।
দাউদকান্দিতে কনকনে বাতাসে বেড়েছে শীতের প্রকোপ। ফলে বাড়ছে জ্বর, ঠাণ্ডা, শ্বাসকষ্ট, অ্যালার্জি, চর্মরোগসহ শীতকালীন নানা রোগ। সারা দেশের ন্যায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে বেড়েছে বিভিন্ন রোগ। ফলে হাসপাতালে ভিড় বেড়েছে রোগীদের।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে গিয়ে রোগীদের ভিড় দেখা যায়। ৬টি রুমে একাধিক ডাক্তার উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের চিকিৎসা দিচ্ছেন।
রোগী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, শীতে আবহাওয়া পরিবর্তনের ফলে সাধারণত যেসব রোগ দেখা দেয়, সেসব রোগীই তুলনামূলকভাবে বেশি। ঠান্ডা, কাশি, শ্বাসকষ্টের রোগীর সংখ্যা শীতের কারণে বেড়েছে দ্বিগুণ।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালে ডাক্তারদের রুমের সামনে দীর্ঘ লাইন। বসার কোনো জায়গা নেই। রোগীর চাপে হিমশিম খাচ্ছেন ডাক্তারগন।
চিকিৎসা সেবা নিতে আসা উপজেলার জিংলাতলী গ্রামের আলী হোসেন (৬০) বলেন, কয়েকদিন ধরে কাশি হচ্ছে। রাতে ঘুমাইতে পারি না। নাক দিয়েও পানি পড়ে। এ কারণে ডাক্তারের কাছে এসেছি, দেখি তারা কী বলেন।
পেন্নাই গ্রামের গৃহবধূ সাবিনা ইয়াসমিন বলেন, কয়েকদিনের কুয়াশা এবং প্রচন্ড ঠান্ডায় গলা ব্যথা ও কাশি হচ্ছে তাই ডাক্তার দেখাতে এসেছি।
হাসপাতাল সূত্র জানায়, আগে এ ধরনের সমস্যা নিয়ে প্রতিদিন ৮০থেকে ৯০ জন রোগী আসলেও এই কিছু দিনে এখন সেটা বেড়ে হয়েছে ১৫০ থেকে ২০০জনের মতো।
মেডিকেল অফিসার ডা.ইমাম মেহেদি হাসান খান বলেন, অন্যান্য সময়ের তুলনায় বেশ কয়েকদিন যাবত রোগীদের উপস্থিতি চোখে পড়ার মতো। হাসপাতালে আগত রোগীদের আমরা যার যার সমস্যা অনুযায়ী স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান বলেন, শীতের কারণে, ঠান্ডা, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, এজমার রোগী বেড়ে গেছে। হাসপাতালে আগত সকল রোগীদের সেবার মান বজায় রেখে স্বাস্থ্যসম্মতভাবে আমরা চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছি।