ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে নৌকার ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ
Published : Thursday, 3 February, 2022 at 12:00 AM, Update: 03.02.2022 12:51:28 AM
দেবিদ্বারে নৌকার ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগশাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের নৌকা প্রতীকের ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। বিদ্রোহী প্রার্থী মো. জসিম উদ্দিন ও তাঁর কর্মী-সমর্থকরা এই ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলেছে বলে সরেজমিনে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার দিবাগত রাতে রাজামেহার ইউনিয়নের  মরিচা, রাজামেহার গাংচরসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।   
জানা গেছে, সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজামেহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলমকে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। অপরদিকে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে চশমা প্রতীকে নির্বাচনে অংশ নেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য  মো. জসিম উদ্দিন সরকার। ঘটনার দিন জসিম উদ্দিনের লোকজন নৌকা প্রতীকের ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলেন বলে জানান এলাকাবাসী ও জাহাঙ্গীর আলমের সমর্থকেরা। এছাড়াও মরিচায় এলাকায় স্থানীয় কয়েকজন প্রভাবশালী নেতা নৌকার পথসভা বন্ধ করে দিয়েছে বলেও অভিযোগ করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জ্বল হোসেন সরকার মানিক বলেন, মঙ্গলবার বিকালে মরিচায় নৌকার সমর্থনে পথসভায় আয়োজন করা হয়। ওই পথসভায়, স্থানীয় আ.লীগ নেতা কামরুল ইসলাম ভূঁইয়া, সালাহাউদ্দিন, কামিল ভূইয়াসহ আয়োজকদের হুমকী ধামকি দিয়ে সভা বন্ধ করে  দেয়।
 এ ব্যাপারে নৌকা মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম বলেন,  স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনসহ তাঁর নেতা কর্মীরা রাজামেহার এলাকাসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে, পথসভা বন্ধ করে দিচ্ছে, আমার  কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে,  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্মলিত নৌকা প্রতীকের ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলছে। তাঁরা নৌকা প্রতীকের ব্যানার-পোস্টর না টানানোর জন্যও  হুমকি দেন। এসব কি হচ্ছে? এভাবে নির্বাচন করা কি সম্ভব ? আমি ইউএনও অফিস ও থানায় লিখিত অভিযোগ দিয়েছি।  আমি নির্বাচনের সুষ্ঠু পরিবেশের দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মো. জসিম উদ্দিন বলেন, আমার কোন কর্মী-সমর্থক এ কাজে জড়িত নয়। ওনি কখন সভা ডেকেছেন  আর কে বন্ধ করেছে আমি এ ব্যাপারে কিছুই জানিনা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উন নবী তালুকদার বলেন, প্রার্থীদের লিখিত অভিযোগ পেলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। তবে অধিকাংশ অভিযোগ প্রমাণ ছাড়া হওয়ায় কিছু করা যাচ্ছে না, । আমরা প্রার্থীদের বলে দিয়েছি, প্রমাণসহ লিখিত অভিযোগ দিতে।