Published : Thursday, 3 February, 2022 at 12:00 AM, Update: 03.02.2022 12:51:32 AM
স্টাফ রিপোর্টার।। গতকাল ২ ফেব্রুয়ারি কুমিল্লা জেলা আইনজীবী সমিতির হলরুমে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা জেলা শাখার আহবায়ক এডভোকেট ইউনূছ ভূঁইয়ার সভাপতিত্বে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব এডভোকেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান লিটন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে নির্বাচিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা পিপি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট জহিরুল ইসলাম সেলিম। এ ছাড়াও বঙ্গবন্ধু যুব আইনজীবী পরিষদের সাবেক সভাপতি এডভোকেট আমিনুর রহমান আব্বাছি, জেলা আইনজীবী সমিতির সাবেক রিক্রিয়েশন সেক্রেটারি এডভোকেট সাইফুল ইসলাম ভূঁইয়া, কুমিল্লার বিজ্ঞ জননিরাপত্তা বিঘ্ন দমন ট্রাইব্যুনাল এর সাবেক স্পেশাল পিপি এডভোকেট আনিছুর রহমান মিঠু, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নূরুদ্দীন মিয়াজী বুলবুল ও কুমিল্লা ইয়াং ল’ ইয়ার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট জিয়াউল হাসান চৌধুরী (সোহাগ) সঞ্চালনায় বক্তব্য রাখেন- কুমিল্লা বারের সিনিয়র আইনজীবী বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাশার, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল মমিন ফেরদৌস, এডভোকেট সরদার মো. আলী আজাদ, কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর ষ্পেশাল পিপি এডভোকেট প্রদীপ কুমার দত্ত, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান, কুমিল্লার বিজ্ঞ স্পেশাল জজ আদালতের স্পেশাল পিপি এডভোকেট আব্দুল হামিদ মানিক, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নূরুর রহমান, কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর ষ্পেশাল পিপি এডভোকেট আমজাদ হোসেন, তরুণ আইনজীবী এডভোকেট মিজানুর রহমান, এডভোকেট আশফাক উদ্দিন (ঝোটন), এডভোকেট সংগীতা চক্রবর্ত্তী ও এডভোকেট মোঃ আরিফ খান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা বারের সিনিয়র এডভোকেট আবুল কালাম আজাদ (১), এডভোকেট মোঃ আবু তাহের-২, এডভোকেট সিরাজ মিয়া, এডভোকেট এ,কে,এম শামসুল আলম লিটন, এডভোকেট মোঃ আহছান উল্লাহ খন্দকার, এডভোকেট মিজানুর রহমান মজুমদার, এডভোকেট মোঃ আবুল কালাম আজাদ (তমাল), এডভোকেট আরীয়া মেহের ইমাম, এডভোকেট জালাল উদ্দিন আহমেদ, এডভোকেট জালাল আহম্মদ সাজু, এডভোকেট নবেন্দু বিকাশ সর্বাধিকারী (দোলন), এডভোকেট ফয়েজ আহমেদ খান, এডভোকেট মোঃ জামিল আহমেদ রাতুল, এডভোকেট তাপস চন্দ্র সরকার, এডভোকেট ফয়সল সুলতান, এডভোকেট মাহবুবুল আলম রিমন ও এডভোকেট মুহাম্মদ সোহেল হোসেনসহ আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও শারীরিক অসুস্থ থাকায় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না পেরে মুঠোফোনে উপস্থিত বিজ্ঞ আইনজীবীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কুমিল্লা বারের সিনিয়র এডভোকেট মোঃ গোলাম ফারুক।