ব্রাজিলিয়ানের গোলে আবাহনীর শুভ সূচনা
Published : Saturday, 5 February, 2022 at 12:00 AM
২৪
ঘন্টা আগে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের ধুলা ওড়া মাঠে
উড়ে গিয়েছিল বসুন্ধরা কিংসের মূল্যবান ৩ পয়েন্ট। প্রতিষ্ঠিত কোনো দল নয়,
সাবেক দুইবারের চ্যাম্পিয়নদের সর্বনাশটা করেছিল অখ্যাত ও প্রিমিয়ারের নতুন
ক্লাব স্বাধীনতা ক্রীড়া সংঘ।
শুক্রবার বৃষ্টিভেজা একই মাঠে খেলতে নামার
আগে একটু টেনশন তো ভর করেছিলই আবাহনী শিবিরে। না! বেশি সময় টেনশন করতে হয়নি
মৌসুমের প্রথম দুটো ট্রফি জেতা আবাহনীকে।
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া
চক্রের বিপক্ষে মাত্র ১২ মিনিটে গোল করে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ঐ ব্যবধান
ধরে রেখে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে আকাশী-নীলরা। মৌসুমে ট্রেবল জয়ের
যে মিশন শুরু করলো প্রিমিয়ার লিগের সর্বাধিক ৬ বার চ্যাম্পিয়নরা, সেটা
হাসিমুখেই। লিগের লম্বা যাত্রাটা তারা শুরু করলো জয় দিয়েই।
মাঠের যে
জায়গাগুলোতে ঘাস নেই বা কম, সেখানে বৃষ্টিতে হয়েছিল পিচ্ছিল। কোথাও কোথাও
পানিও জমেছিল। তবে সেটা আবাহনীর জন্য বাধা হতে পারেনি। ব্রাজিলিয়ান
ডরিয়েন্টনের গোল তাদের স্বস্তি দিয়েছে শুরুতেই। বাকি সময়টায় তারা গোলের
সুযোগ পেয়ে কাজে লাগাতে না পারলে মুক্তিযোদ্ধা সমতায় ফিরতে কোন সুযোগই
দেয়নি।
এই ডরিয়েন্টন ফেডারেশন কাপের ফাইনাল খেলতে পারেননি চোটের কারণে।
মাঠে ফিরেই তিনি চিনিয়েছেন নিজের জাতটা। ব্রাজিলিয়ানের গোলেই জয়ের হাসি
ফুটেছে আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমসের মুখে।