জামালকে ছাড়াই জিতলো সাইফ
Published : Saturday, 5 February, 2022 at 12:00 AM
দীর্ঘ
১৪ বছর পর বাংলাদেশে ফিরেছেন আর্জেন্টাইন কোচ ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি।
সাইফ স্পোর্টিংয়ের হয়ে জিতলেন প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম ম্যাচও! এই
কোচের অধীনে শেষ মুহূর্তের গোলে সাইফ ১-০ গোলে হারিয়েছে পুলিশ এফসিকে।
রুয়ান্ডার ডিফেন্ডার এমেরি বেইসেঙ্গে একমাত্র জয়সূচক গোলটি করেছেন।
শুক্রবার
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে
অধিনায়ক জামাল ভূঁইয়াকে ছাড়া মাঠে নেমেছিল সাইফ। অসুস্থতার কারণে এই
মিডফিল্ডার খেলতে পারেননি। বৃষ্টিসিক্ত মাঠে তার পরেও সাইফের সঙ্গে সমান
তালে লড়াই করার চেষ্টা করেছে পুলিশ।
প্রথমার্ধে উভয় দল বেশ কয়েকটি
সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। বিশেষ করে পুলিশের আফগানিস্তানের
স্ট্রাইকার আমির উদ্দিন শরিফি শেষ দিকে দুটি সুযোগ পেয়ে গোল করতে ব্যর্থ
হয়েছেন। প্রথমটিতে অবশ্য শট নেওয়ার আগে সাইফের ডিফেন্ডাররা ক্লিয়ার করেছেন।
দ্বিতীয়টি ছিল সুবর্ণ সুযোগ। ৪৪ মিনিটে আমিরি পোস্ট ফাঁকা পেয়েও লক্ষ্যভেদ
করতে পারেনি।
বিরতির পর দুদলই আক্রমণ-প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলেছে।
একটা পর্যায়ে মনে হতে থাকে ম্যাচটা বোধহয় নিষ্প্রাণ ড্রয়ের দিকেই এগুচ্ছে।
কিন্তু শেষ মুহূর্তে সাইফের মুখে হাসি ফোটান এমেরি বেইসেঙ্গে। যোগ করা
সময়ের দ্বিতীয় মিনিটে ফ্রি-কিক থেকে অসাধারণ এক গোল করেন রুয়ান্ডার
ডিফেন্ডার। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েও গোল বাঁচাতে পারেননি পুলিশের গোলকিপার
মোহাম্মদ নেহাল।